![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
চারপাশ টা দেখার ইচ্ছে নেই
তবে অন্ধকারের অন্ধত্বে নয়,
নিজেকে নিঃস্ব নয়
শুন্য করতে চাই,
শুন্যতার কোন হাহাকার নেই।
২।
ভুলে যাও আমি ছিলাম অথবা আছি,
ভুলে যাও নাম, এ নাম অপরিচিত কারো,
দেখা হলে অপরিচিত কাওকে দেখো
আমরা কত জনকেই তো রোজ দেখি মনে রাখি না কখনো।
৩।
কবিতার প্রলোভনে বলেছিলাম আমার কোন ঈশ্বর নেই,
অথচ আমি বরাবর ই আস্তিক,
আমার ঈশ্বর লাগে,
দুর্বলদের সকাল বিকাল ঈশ্বর লাগে।
©somewhere in net ltd.