![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যতোগুলো প্রপাত তোমার ঠিক ততগুলো নাও
তুমি কোথায় যাও এতোগুলো জলোধারা বেয়ে?
আমি ভুলে একটি প্রপাত খুললেই তুমি চলে যাও নৌ বিহারে
আর সে পথে তোমার ফেরা ফিরি নেই !
ব্যবধান বেড়ে যায় মাঝ থেকে,
বাঁক ঘুরতেই অদৃশ্য সব নদী, অস্তাচলে দিন,
আমি নক্ষত্র চিনি না -দিক চিহ্ন ক্রোশের হিসাব,
তোমায় খুঁজতে আমি কোন পথে যাবো?
ভাবতে ভাবতে হাত গলে বেড়িয়ে আসে নতুন প্রপাত!
এতোগুলো প্রপাত নিয়ে একা কতদূর যাওয়া যায়?
©somewhere in net ltd.