![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন টকটকে লাল সূর্য টাকে চুমু দিলে তুমি
তখন তোমার গায়ে সদ্য যৌবনের গন্ধ
তোমার শাড়ির জমিনে জলডাঙার চরের সবুজ
যেখানে শপথ রেখে গেল লক্ষ যুবক -তোমার জন্য সূর্য আনতে,
কেউ তোমাকে প্রেমিকা সম্বোধনে ডাকলো
তুমি তাকে ভালোবাসা র আশ্বাস দিলে,
কেউ তোমাকে ভগ্নি ডাকলো
তুমি তার হাতে বেঁধে দিলে বন্ধনের অচ্ছেদ্র রাঁখি,
কেউ তোমাকে মা বলে ডাকলো
তুমি তার মাথায় রাখলে জননীর অকৃত্রিম হাত।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৭
ধ্রুবক আলো বলেছেন: কথাগুলো খুব সুন্দর। কবিতা ভালো লাগলো বেশ +।