![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কে পছন্দ করি, সে দেখতে অসাধারণ কেউ নয় বরং উল্টোটা।
যার প্রফাইলের বায়ো তে লেখা, "আমার মতন সুখী কে আছে?" -
আর সেটাই বোধহয় একদিন তার প্রোফাইলটা দেখার ব্যপারে আমাকে আগ্রহী করেছিল।
বোঝা যায় সে উপন্যাস পড়ে, এমনকি পাশ্চাত্যের কবিদের পাতা উল্টায়,
ছবি তোলে প্রায় ই - ছাদের বারান্দার, মেঘের, ক্লাসে যাবার পথে সিএনজির জানলায় বৃষ্টির.....।
তার তোলা ছবির সাথে সাথে আমি তার চারপাশ টা চিনি।
নিজের ছবি যে সে পোস্ট করে না তাও নয়, তবে খুব সাধারণ সে সব ছবি।
সেই সব সাধারণে তাকে অসাধারণ মনে হয়।
কদাচিত্ আসা তার সব স্ট্যাস্টাস/ছবির ক্যাপশনে দু'জন কবি ঘুরেফিরে পালাবদল করে
দু তিন লাইন জায়গা পায় খুব সফল ভাবে।
এই দু'টোকেই আমি ঈর্ষা করি। এদের একজন বুড়ো হাবড়া রবীন্দ্রনাথ।
সে কোন সেলিব্রেটি নয়। তাকে ফলো করাও যায় না।
তার পোস্টে হাজার লাইক আর অসঙ্গত কমেন্টের অসুস্থউপস্থিতি নেই,
যেমন নেই তার টাইমলাইনে কোন মেয়েলী ভনিতা বা বর্তমান কোন চাঞ্চল্যতা নিয়ে সবার মত পোস্টের আহাজারি।
সে যেন তার বায়োর মত সম্পূর্ণ আমিত্বে ডুবে আছে, এই পৃথিবী তাকে স্পর্শ করেনি!
তাকে কখনো ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবার কথা আমার মনে হয়নি।
কারণ তাকে কখনো ভালোলাগার কথাটা বলা হবে না,
এমন করে প্রকাশ করা যায় না অকারণ ভাললাগাগুলো। তাকে এভাবেই চিনি।
এখানে কোন প্রেম নেই। ছিলোও না।
আমিত্বের সুখে ডুবে থাকা সে শুধুই একটা ভালোলাগা, একজন প্রিয়দর্শিনী।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭
রায়হানুল এফ রাজ বলেছেন: অতি তাড়াতাড়ি প্রেম হয়ে যাক। শুরু হোক একটি নতুন সকালের। শুভকামনা রইলো।