![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসগুলো অজানা তবু কিছু একটা আছে
ডুবিয়ে রাখে আমার সময় দুঃখবিলাসে!
বিষণ্ণতার পর্দায় যেসব ফুল ফোঁটে
তারা সব পাঁপড়ি হারায় রক্তাক্ত ক্ষতর আলেয়ায়,
আলো অন্ধকারের সন্ধিক্ষণ জানে ফেরার সময়
তবু ফিরে ফিরে ফিরি আমি কোথায়?
কোন অজানায় কুড়িয়ে চলি শুন্যতার ঝিনুক খোলস
শুনি কোন শুন্য সাগরের বুকের দীর্ঘশ্বাস?
দেয়ালের ভেতর দেয়াল দিয়ে নিজেকে আড়াল,
নিজেতেই নিজে বন্দি -মগ্ন এ সুখে,
একমাত্র জানালার বিষণ্ণ পর্দায় ফুঁটে আছে রক্তাত্ব গোলাপ।
২| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
দীপঙ্কর বেরা বলেছেন: বাহ, বেশ।
দারুণ লাগল
৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৩৭
অশ্রু সিক্ত তোমার স্মৃতি বলেছেন: অনেক ভাল লিখছেন
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
ওয়াও, ভীতিকর অবস্হা