![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন হুট করে নেই হয়ে যাবো আমার বিশ্বাস হয় না।
প্রস্থানের দিনক্ষণের অপেক্ষা ভয়াবহ তবু আমি যেতে চাই
এমনভাবে যে, কোন দীর্ঘ ভ্রমণে যাবার ব্যাগ গুছিয়ে নিয়েছি
আর ঘরদোরেও পড়ে নেই কোন অসমাপ্ত কাজ।
তারপরও কাল ঘুম থেকে আর উঠবো না জেনে
নিশ্চিন্তে বালিশে মাথা রাখা যায় কখন আমার জানা নেই।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪০
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: একদিন হুট করে নেই হয়ে যাব আমার বিশ্বাস হয় না
প্রস্থানের দিনক্ষণের অপেক্ষা ভয়াবহ।
তবু আমি এমনভাবে যেতে চাই
যেন কোন দীর্ঘ ভ্রমণে যাচ্ছি।
ভ্রমণে যাবার ব্যাগ গুছিয়ে নিয়েছি
ঘরদোরেও কোন অসমাপ্ত কাজ পড়ে পড়ে নেই।
তারপর কখন যেন নিশ্চিন্তে বালিশে মাথা রেখেছি
জানি কালঘুম থেকে আর উঠবো না।