নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
অনুজ্জ্বল স্মৃতির গভীরে ডুবে আছে মেঘাচ্ছন্ন চাঁদ
আজো জ্যোৎস্নায় ছায়া ফেলে সুপারির বাগান
জানালা ছোঁয় বাতাবি র ঘ্রাণ,
আকাশের সাথে ভাব জমিয়ে আকাশ হয়ে আছে একটুকরো উঠান!
২।
বুকের নিকটে হাত রেখে দেখি স্বপ্ন নেই!
গভীরে যাই, হাজার দুয়ার খুলে
যতগুলো ঘর, যতগুলো গোপন সিন্দুক
তন্নতন্ন করে দেখি, স্বপ্ন নেই!
৩।
দুঃস্বপ্নের ভেতর দেখা হলো আমাদের
সেখান থেকে স্বপ্নে ফিরতে যেয়ে দুঃস্বপ্ন কে ফেরালাম
এখন স্বপ্ন দেখতে ভয় লাগে
স্বপ্নের অলিগলিতে দুঃস্বপ্নেরা জন্ম নেয় পাড়ার গুন্ডাদের মত
রাজপথে হঠাৎ ই নেমে পড়ে বিকট লরি
স্বপ্নের বেলকনি জুড়ে হাজার চোখে চেয়ে থাকা দুঃস্বপ্নের নীল অপরাজিতা।
৪।
জন্ম ইচ্ছাধীন নয়, তবে মৃত্যু হতে পারে
যদিও সেটাও মিথ্যা-
কিছুই ইচ্ছাধীন নয়
তবু পাপ গুলো আমার, অবাধ্যতা আমার অজ্ঞতা।
৫।
মস্তিষ্কের কথাগুলো শুধু স্নায়ুর অলিগলিতে প্রতিধ্বনি ই তোলে
দ্বিতীয় কেউ কথা বলে না
কিন্তু আমি চাই কেউ একজন কথা বলে উঠুক
আমার ভেতর আর কোন আমি..
সে যদি না থাকে তবে জন্ম নিক
যদি মুর দর্শক হয়ে থাকে -
তবে সে নীরবতা ভাঙুক......
৬।
নদীর বুকে বৃষ্টি ভীষণ অন্য রকম
বনের ভেতর অন্য রকম তার পতন
বনের ভেতর যে নদী টা
মনের ভেতর সে নদী টা ই এক খন্ড মগ্ন নিজে
দু তীরে তার দেবদারু বন..
৭।
খুব করে তোমার মত, না তুমি ই?
আর খুব বেশি মিলিয়ে ফেলার দ্বিধায় দীর্ঘ হলো নিঃশ্বাসগুলো,
মনে হলো ওপাশেও তাই!
খুব বেশি চেনায় চিনতে না পারার অস্বস্থিতে চলে গেলাম নিজ নিজ পথে দ্বিধান্বিত পায় !!
৮।
স্পর্শের দূরত্বে এলে আর কখনো স্পর্শ করা হয় না। সব অস্পর্শী হয়ে যায়।
যেমন হয় না বৃষ্টিতে ভেজা, ছুঁয়ে দেখা ফুলদানীর ফুল,
বন্ধুর নামের পাশে অনলাইনের সবুজ আলো!
৯।
একদিন তুলে দেবো অপ্রবেশ্য প্রতিরোধের দেয়াল,
একদিন শুধু আমি ই, নিজেকে নিয়ে;
আমাকে ছোঁবে না অন্যের অনুভূতির মেঘের দূষণ;
প্রতিসরণের সব পথ বন্ধ করে,
একদিন প্রতিফলক হয়ে তোমাকে ফেরাবো।
১০।
সব পারদ স্তর ই একসময় ভাঙ্গে
সব প্রতিফলকই এক সময় পারদ সরিয়ে খুলে দিতে বাধ্য হয় প্রতিসরণের পথ,
যেমন তুমি সব প্রতিরোধের পারদ দেয়াল ভেঙে
কি তুমুল ভাবে প্রবেশ করছো আমার ভেতর!
©somewhere in net ltd.