![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
দিন শেষে আমরা যে যার অতীতের কাছে ফেরার অনুমতি ভিক্ষা করে ফিরি
তবু অপ্রবেশ্য থেকে যায় অনড় দরজা
পথে ব্যারিকেড তুলে দাঁড়িয়ে থাকে বর্তমান।
২।
আক্রমন শেষে অনুশোচনা পড়ে থাকে,
ছোট হয়ে যাই নিজে, ছোট হয়ে যায় প্রতিবিম্ব টুকরো টুকরো আর্শিতে।
৩।
এখন হঠাৎ দেখা হয়ে গেলে
পুরনো শত্রুর মুখ ও ভালোবাসতে ইচ্ছে করে,
রক্তে উত্তেজনা ট্যের পাই,
বুঝি বেঁচে আছি, শত্রুতা আছে।
৪।
কিছু মুখ অতীতেই থেকে যাক,
বর্তমানের খাতায় কাটাকাটি খেলে লাভ ক্ষতির হিসাব..
৫।
মাঝরাতে বৃষ্টি নেমে এলে ভিজতে থাকে অন্ধকার,
ঘুমন্ত স্বপ্নে ফেরা না ফেরার দোটানায়
ছুঁয়ে ফেলি জানালার ওপাশের বর্ষাগন্ধা অদৃশ্য শহর।
৬।
নিজেকে বারণ করেছিলাম, শোনেনি।
তাই অন্যকে আর বারণ করি না।
হাত পুড়েছে তবু হাত বাড়িয়েছি
সুখের ক্ষত পাবার আশায়
ত্যাগ করেছি জখম হবার ভয়।
৭।
অন্ধকারের মুখোমুখি বসে আছি
মাঝে মাঝে দেখে যায় মেঘের বিদ্যুৎ,
জানালায় জেগে ওঠে শহরের ছবি,
দূরের বন, নদীর চিবুক !
৮।
কোলাহলের সাগরে আমি এক নির্জন দ্বীপ
যার ঝাউবন উপকূলে ভেঙে পড়ে
তোমাদের সুখ দুঃখ প্রেম অপ্রেম -
গ্রাসের অপেক্ষায়,
আর আমি তত উঁচু হয়ে উঠি
আপন নির্জনতায়।
২| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: অসম্ভব সুন্দর সব মেসেজ। প্রথমটি দর্শন। শেষেরটি নিজস্বতা।
++++
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৩২
ক্লে ডল বলেছেন: প্রায় সবগুলোই ভাল লেগেছে।