![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
দুঃখের রং নাকি নীল
অথচ সাগর ও আকাশে কি চমৎকার মানায়!
ক্ষুদ্র এই জীবনে আকাশের বিশালতাকে ছুঁতে নেয় বোধ হয়।
২।
একটিও উজ্জ্বল রঙ পাচ্ছি না যা দিকে আকাশ লেখা যায়,
অথবা অরণ্য বা নদী..
আকাশ অরণ্য নদী সাদাকালো রঙে বিষণ্ণ হয়ে যায়।
৩।
পৃথিবী দু টুকরো করে যে যার পথে চলে গেছি,
অদৃশ্য রক্তক্ষরণ বুঝিনি তখন!
এখন নিজ নিজ পৃথিবী থেকে
দূর সুদূরের সে পৃথিবীকে অসীম অন্ধকারে
নক্ষত্রের মত লাগে!
৪।
মানুষ হবার আগে একটু মানবিক হও
তবে সাবধান মানুষের পথে
মানুষের ইতিহাস মানুষের রক্তে লেখা থাকে।
৫।
একতারা বাউল জীবন টাকে বাজিয়ে ফেরে এক তারে,
আমার কেন মনে হয় সে হাজার তারে বাজে-
শব্দ নয়, নিঃশব্দতার মাঝে!
৬।
আজো আমি নিজেকে অন্য রকম দেখি
স্মৃতির গভীরে পড়ে আছে বছর বিশেক আগের নাটাই,
দু টাকার রঙিন ঘুড়ি।
৭।
বুকের মাঝে আরশি পুকুরে তার ছায়া
অবিকল প্রতিবিম্ব হয়ে গেঁথে আছে,
প্রহর শেষের বেলা ভীষণ রকম সর্বনাশে।
৮।
আজ আর পড়ে নেই অচল বিশ্বাসে,
সবুজ স্মৃতি পুড়িয়েছি-
সব হারানোর উৎসবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো লাগা জানবেন।
+++