![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীতে আমি থাকবো না,
আমাদেরও সময় ফুরবে বেলা ফুরনোর মত! -
মাঝে মাঝে আমার অবিশ্বাস করতে ইচ্ছে করে,
হেসে উড়িয়ে দিতে ইচ্ছে করে মৃত্যুকে।
যেখানে একটা চড়ুই ব্যালকনিতে ডেকে গেলে
ভালোলাগা হুড়পাড় করে ঢুকে পড়ে ঘরের ভেতর,
একটুকরো মেঘ হঠাৎ ই বদলে দেয় তীক্ষ্ন দুপুরের ছবি..
উপন্যাসে উপুর হওয়া বিকেল
বিড়াল ছানার তুলতুলে আদর
শিশুর গায়ে দুধের মিষ্টি গন্ধ
আলো-আধাঁরের ভোরে অচেনা মুয়াজ্জিনের ভরাট কন্ঠে ছড়িয়ে যাওয়া দূরের আযান..
বৃষ্টি ছুঁয়ে নেমে আসা সন্ধ্যায় কবিতার পংক্তিতে পংক্তিতে- মিশে থাকে অদ্ভূত সুখ
সেই পৃথিবীতে আমি বার্ধক্য কে ঘৃণা করি
সকল প্রস্থান ও মৃত্যু কে (করতে চাই) তীব্র অস্বীকার।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
কানিজ রিনা বলেছেন: পড়বি যেদিন কালের হাতে
সোজা করবে ব্যাকা ত্যারা।
সত্যি মানুষ দেহ বাঁকা ত্যারা
মৃত্যুর সময় সোজা হয়ে যায়।
তবুও ভাল লাগল ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বেশ ভাল লেগেছে কাব্য খানি
শুভেচ্ছা শুভ কামনা রইল।