![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেখানে যাই সেখানেই ভুল,
সেখানেই ভুলের বিষবৃক্ষ ডালপালা মেলে!
পাখিদের কাছে গেলেই রক্তাত্ব পালক,
অরণ্যের কাছে গেলেই সবুজের নির্বাসন;
নদীর কাছে গেলেই চোখ উল্টানো নদী..
মানুষের কাছে প্রেম নিয়ে গেলে
দু হাত ভরে বেঁচে থাকা অপ্রেম
সমুদ্র সমান!
আমি যেখানেই যাই
সেখানে একটা অরণ্যের মত বাগান হয় না
হয় না পাখিদের মত ঘর..
মানুষের হাতে যা কিছু সাজাতে যাই
শুধুই ভুল হয়ে যায়।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই অভিশাপ থেকে বেড়িয়ে আশুন। কবিতা ভাল হয়েছে।