![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
আমি যেখানে ভুল খুঁজে পাইনি আজ, কাল সেখানেই পাবো।
আর পরদিন ও। এবং তারপর দিন ও। কিংবা এক দশক অথবা কয়েক যুগ পর। -
এভাবে ই মানুষ বদলায়।
আমার এই দু যুগের কিছু বেশি এ জীবন এখনই এক ভুলের পিরামিড মনে হয়!
২।
দুপুর একটা খাঁচা ভাঙা পাখির শূন্য খাঁচা -যে শূন্যতার অবিধানে
অপেক্ষা অথবা প্রতীক্ষা বলে কোন শব্দ নেই,
শূন্যতাই একমাত্র শব্দ হয়ে আছে নিস্তব্ধ রোদ দুপুরের।
৩।
অবেলায় বৃষ্টি এলে সন্ধ্যা টা নিকটবর্তী হয়ে যায়,
আর রাতটাও বেড়ে যায় দৈর্ঘ্যে প্রস্থে.. মাঝে বিকাল টা হারায়।
বৃষ্টি শেষে সন্ধ্যার আবহে একটা নীলাভকালো আকাশ দ্রুত অন্ধকারে হারাচ্ছে..
দ্রুত জেগে উঠছে শহর!
৪।
এই রাতেও চাঁদ জেগে উঠলো পুবের আকাশে।
প্রায় আলোশূন্য বিষণ্ণ একটা চাঁদ।
অন্ধকার আরো জমাট বেঁধে উঠলো চাঁদ কে উপহাস করে।
শহরের পাঁজর বন্দি বিষণ্ণতা লুকনো সেখানে।
৫।
যে পথে হাঁটছি সেখানে নক্ষত্র ধরা যায়
জোনাকির বেশে নামে আলোকিত তুষার,
এখানে প্রায় ই আসি,
আমার কাছে দেবতার মতো লাগে
দু পাশের আকাশ ছোঁয়া দেবদারু সারি!
৬।
মাঝরাত থেকে বৃষ্টির দখলে সব
সকাল থেকে নারিকেল ডালে ভিজছে বোকা কাক,
ভেজা পথঘাট, তবুও ব্যস্ত শহর...
৭।
যেন এ স্মৃতি র ভেতর হাঁটা,
এই লেখা, কথা বলা, রোজরাতে
এই ঘুমতে যাওয়া- এসব ই স্মৃতি, সাজানো অতীত..
যেখান আলো আর অন্ধকার পালা করে বদলে যাচ্ছে সময়ের রূপ
অথচ কোন বর্তমানে ফেরাই হচ্ছে না !
৮।
আটকে আছি স্মৃতির মত বর্তমানে,
যেখানে পরিবর্তনের কিছু নেই। নেই সৃষ্টি ধ্বংস ওলটপালট, স্পর্শের আলোড়ন !
কি অদ্ভূত মন্থর সময়, অথচ
ক্যালেন্ডারে বদলে যাচ্ছে দিন মাস বছর!
©somewhere in net ltd.