![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩৫।
দুঃস্বপ্ন এক কানাগলি, যেখানে বাস্তবতা দেয়াল হয়ে থাকে।
৩৬।
সত্য জগৎ এর সব থেকে শক্তিশালী মুখোশ। সব থেকে কঠিন ছদ্মবেশ।
৩৭।
অধিকাংশ ক্ষেত্রে মুগ্ধতা অন্ধত্বের অপর নাম।
৩৮।
দূরের আয়না বরাবর ই মিথ্যা বলে।
৩৯।
সত্য যেখানে সংঘর্ষপ্রিয় সেখানে মিথ্যা ই একটা উত্তম মধ্যপন্থা।
৪০।
স্বপ্নে সবাই অশরীরী।
৪১।
কথা বলা একটা নেশা, নেশা কেটে গেলে পড়ে থাকে অপ্রস্তুত নীরবতা।
৪২।
মানুষের পৃথিবীতে টিকে থাকার যে নিয়ত লড়াই তার পুরোটাই মানুষের সাথে, প্রকৃতির সাথে তা সামান্য ই।
৪৩।
আমাদের সব অতীত গুলোই স্বপ্নের মতো, অথচ বর্তমান বরাবর ই দুর্বিষহ !
৪৪।
মানুষ একটা অতৃপ্ত প্রাণী। তার সব সন্তুষ্টিই সাময়িক।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
অপ্রয়োজনীয় ডায়ালগ