![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল জুড়ে জলপতনের শব্দ
পাতা থেকে ঝরে পড়া শিশিরের মতো অবিকল,
সকালটাকে টেনে নিয়ে জুড়ে দিচ্ছে স্বপ্নে দেখা কোন ভোর এর সাথে।
বিছানায় অনেকক্ষণ চুপচাপ
কানপেতে শুধু এই জলেরপতন।
-----------------------------------------------
অবশেষে শেষ দুপুরের নীরবতা ভেঙে কথা বলে উঠলো মেঘ। মেঘ নয় পুরোটা আকাশ।
মেঘ আর আকাশ কে গতরাত থেকে আলাদা করা যাচ্ছে না কিছুতেই।
মৌন জানালায় হঠাৎ তীব্র বর্ষাকাল!
-----------------------------------------------
এখানে অযথাই পাতা ঝরে তুষার পড়ে না,
তবু দৃষ্টিসীমা বেঁধে রাখে কুয়াশাময় দিন,
এরই মাঝে এলইডি লাইটে হারিয়ে গেছে সোডিয়াম আলোর হলুদ শহর!
-----------------------------------------------
এখনো বিস্ময়ের কিছু বাকি আছে
জ্যোৎস্নার মায়া লাগা বনে নেমেছে কুয়াশার ঘোর,
এখনো চকিতে ডেকে ওঠে পাখি
অপলক জেগে থাকার এসব প্রহর।
-----------------------------------------------
আলো নিভে যায় হারিয়ে যায় নদী অরণ্য মাঠ
তারপর পূর্ব আকাশ ভেঙে আসে পৌষের চাঁদ
দূরের অন্ধকার চিরে জেগে ওঠে
অন্য নদী অন্য অরণ্য অন্য ভুবন!
-----------------------------------------------
যদি বলি আজ গাঢ় অমাবস্যার রাত
তুমি জানবেও না বাইরে কি নিপূণ পূর্ণিমা!
আলোর শহরে কেউ রাখে না চাঁদের খবর।
-----------------------------------------------
উত্তরের হাওয়া ফিরে গেলে হারাবে
এই সকালের আড়মোড়া ভাঙা শীতের বারান্দায় ধূমায়িত রোদ,
দূরের মাঠ থেকে কুয়াশার অলৌকিক উড্ডয়ন,
হারাবে এইসব ভালোলাগা শান্ত প্রহর..
-----------------------------------------------
হাতের মুঠোয় উষ্ণতা বলতে এক চিনেমাটির কাপ
বৃষ্টির দখলে আলোহীন শীতের সকাল!
তবু আরো কিছু কাল
বেঁচে থাকার এ ই যথেষ্ট অজুহাত।
২| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সুন্দর। একটু ব্যতিক্রম।
শুভ কামনা কবি।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮
প্রতিভাবান অলস বলেছেন: বেশ লিখেছেন!