![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত তবু শেষ হয়নি পথ,
বারে বারে গন্তব্য সরে যায়!
পেরোচ্ছি অসীম সময়.
------------------------------
নিজেকে ফেরানো যায়?
ফিরে এলে নিজেকে অচেনা লাগে
ছায়া মেলানো দায়।
------------------------------
শব্দগুলো গোলমাল করছে খুব।
দু'টি শব্দ পাশাপাশি বসছে না।
দু'টি বসলেও তৃতীয়টি নয় -
শব্দ গুলো বাক্যে আসছে না! মাঝেমাঝে এমন হয়।
-কথাগুলো শর্তহীন থেমে যায়।
------------------------------
স্পর্শগুলো ভেঙে গেলে অস্পর্শী দেয়াল তোমাকে ঘিরে
হাতের ভেতর তুমি পোড়া মাটির পুতুল হয়ে যাও
অথচ খুচরো কাঁচের মতো রক্তাক্ত করে আমার দু হাত!
------------------------------
জলের মতো সহজ, জলের মতো আকৃতিহীন,
জলের মতো আমাকে দাও একটি জীবন,
তারপর চূর্ণ করো, ভাঙো, শেকল পারাও, বাঁধো..
------------------------------
বুকের ভেতর আস্ত একটা নদী,
বৈঠা পড়ে, ছলাৎছলাৎ জলের শব্দ পাও? -
দৌড়ে চলে মন পবনের নাও!
------------------------------
যতবার স্বাধীন হই ততবার শেকল বদলায়
বাঁধা নিষেধের জ্যান্ত দাগ লেগে থাকে চিরকাল চার হাত পায়।
------------------------------
একটা ঝড়ো বৃষ্টির অপেক্ষায় থাকা তন্দ্রাচ্ছন্ন দুপুর পৌঁছে গেল বিকেলের কাছে।
এখনো মিয়োনো আলোয় বেঁচে আছে দিন।
দীঘির জলে এখনো মেঘের চিহ্ন গভীর।
২| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০
লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য।
৩| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বাহ বেশ সুন্দর
৪| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০২
বিজন রয় বলেছেন: বিভক্ত, ছোট ছোট, সুন্দর সুন্দর অনুভূতি।
অনেক প্লাস।
++++++