নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বৃত্ত

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১১

বৃষ্টি এলেই-
মনে পড়ে উড়ে যাওয়া পানকৌড়ি সাদাবক,
অথচ আমি ভেজা কাক শালিকের শহরে তাদের দেখিনি কখনো..
ছবির ভেতর জলা-মাঠ নদী
সবুজ থেকে গাঢ় সবুজ হয়ে ওঠে একটা বন!
-------------------------------------------------

বাদল রাতের চাঁদ ঠিকই মেঘের উপর আলো করে আছে রূপকথার নগর সাজিয়ে
নিচে মুমূর্য অন্ধকারে আমরা শুধুই পতনের শব্দ শুনি
কলকল শব্দে গড়ায় ভেতর ও বাইরের নদী
তবুও সমুদ্র এক জনশ্রুতি ই।
-------------------------------------------------

যে মানুষ পাখি হতে চায় তারও শিকারী স্বভাব
যে বৃক্ষ হতে চাইছে তার ঘর ভরে আছে একশো একটা বৃক্ষের কঙ্কাল,
নিজেকে আবিষ্কারের মতো ক্লান্তিকর কিছু নেই।
যতটুকু জেনেছি নিজেকে -পুরোটাই স্ববিরোধী!
-------------------------------------------------

যে অতীত সম্পূর্ণ মুছে গেছে
তার শূণ্যতা আমাকে তিপ্ত করতে পারে
কিন্তু কি ভীষণ অপচয় সেখানে! এখনো জ্বালাচ্ছে...।
আকস্মাৎ অন্ধকারে হারানো কঠিন,
অন্ধকারের সুখ এক জন্মান্ধ জানে।
-------------------------------------------------

তাবৎ পৃথিবী আমার বিপরীতে দাঁড়িয়ে আছে।
সব পথ প্রস্তুত একটা ঋণাত্বক গতি যোগ করে দিতে।
কিছুতেই এগোনো যাচ্ছে না।
স্রোত ঠেলে যেতে যেতে ক্লান্ত -
সব ফেলে ভেসে যাওয়ার কোন পথ নেই!


মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

চঞ্চল হরিণী বলেছেন: খুব ভালো লাগলো ভাই। সত্যিই দারুণ লিখেছেন।

"যে মানুষ পাখি হতে চায় তারও শিকারী স্বভাব
যে বৃক্ষ হতে চাইছে তার ঘর ভরে আছে একশ একটা বৃক্ষের কঙ্কাল,
নিজেকে আবিষ্কারের মত ক্লান্তিকর কিছু নেই।
যতটুকু জেনেছি নিজেকে- পুরোটাই স্ববিরোধী।" অসম্ভব সুন্দর, ধ্রুব সত্যের মত। অথচ আসলেই ধ্রুব কি-না জানি না।

"সব ফেলে ভেসে যাওয়ার কোন পথ নেই।" আপনার এই কবিতার কিছু লাইন আমার সারাজীবন মনে থাকবে, কারণ নিজের জীবনেরই ছবি :|

কিছু বানান ঠিক করে নেবেন ভাই। শুভকামনা।

৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৪

অর্থনীতিবিদ বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম। কবিতায় লাইক।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৫

রাকু হাসান বলেছেন: বাহ বাহ চমৎকার একটি কবিতা পড়লাম । মন টা ভরে গেল আমার । "সব ফেলে ভেসে যাওয়ার কোন পথ নেই।" এই লাইনটি সব সময় ঠিকে থাকার কথা । এটাই তো নিয়ম ,সব জেনেও সব পেলে যাবার সুযোগ আমাদের নেই । হ্যা ,নিজেকে আবিষ্কার করার চেষ্টা আমাদের নেই । ইচ্ছার বিরোদ্ধে কাজ করছি ,নানান কিছূ । বাহ ব্লগে আমার পড়া সেরা কবিতাগুলোর মাঝে একটি আপনার কবিতাটি । প্রিয় নিয়ে রাখলাম । আবারও পড়বো । আপনি অনেক বেশি লিখুক ।

শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.