![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের চেয়ে স্বৈরাচারী শাষক আমি কাওকে দেখি না।
নিজেকে আমি বন্দি করে রেখে
নিজের কথা বন্দি করি নিজের মুখ চেপে।
---------------------------------------------
না, এখন আর কাওকে ভালোবাসি না নিজেকে ছাড়া,
একসময় মানুষ নিজের কাছেই ফেরে..
যেমন ধ্বংস হওয়া নগরী আত্মমগ্ন হয় জনারণ্য ছেড়ে।
---------------------------------------------
ঝড়ের মতো ঘরে এসে পড়লো সূর্যালোক
তারপরও অন্ধকার,
চারপাশে দাঁড়িয়ে অদৃশ্য পাথুরে দেয়াল..
---------------------------------------------
এখন ছায়া সরতে সরতে পায়ের তলে,
এমন কোন মধ্যদুপুরে নিজেকে বন্দি করে ফেলেছি খাঁচায়,
বেঁচে আছি মরে একটা সমাধি পাওয়ার আশায়!!
---------------------------------------------
শুন্য আলপথের মতো চেয়ে আছে পথ
দুপাশে ইটের পাহাড়,
বারান্দায় একাকী অর্কিড,
মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে স্বপ্নের ব্যাবিলন!
২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২৭
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লিখনশৈলি ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।