![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরঞ্জনা, তিলোত্তমা এই নগরীর নিশুতি রাতে অনঘ কালো চোখ মেলে
ওই নীল চুড়ির মাঝে কি নীলিমা খুঁজেছো?
ক্লান্ত নাবিকের ঘুমের ভেতর জেগে থাকে
শঙ্খের গায়ের মতো শফেদ হাত দু'টি তোমার, তোলে সমুদ্রের গর্জন,
পুনঃজন্ম দেয় নিহত বাসনারে
ঈশ্বরের কাছে একমাত্র চেয়েছিলো তোমারে যে দিককূল নক্ষত্র কে ছেড়ে
অন্ধকার সাগরে তোমাতে খুঁজেছে সে ভোরের কল্লোল........
২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:৩২
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার I