![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪৫।
মানুষ একটি দাহ্য পদার্থ, সহজেই পোড়ে।
৪৬।
রাতের অন্ধকারে ছায়াপথের সমস্ত নক্ষত্র থেকে একটি দেশলাই কাঠির উপযোগিতা বেশি।
৪৭।
জীবনে সফল হবার জন্য ভালবাসার কোন প্রয়োজন নেই, প্রয়োজন স্বার্থপরতা।
৪৮।
মানুষ সবার ভেতর একা হতে চায়। সবার ভেতর একা। বেশিদূর যাবার সাহস তার নেই।
৪৯।
অধিকাংশ শুভাকাঙ্ক্ষীর শুভাকাঙ্ক্ষীর ছদ্মবেশ।
৫০।
নিজেকে গুটিয়ে নেয়ার ভেতর যে নীরব প্রতিবাদ তার ভাষা পৃথিবী জানে না। জানে এমন দুটো মানুষে কখনো দেখা হয় না।
৫১।
শোক ফিরে ফিরে আসে পরম আত্মীয়ের মতো। শোকের কোন জাত্যভিমান নেই।
৫২।
শোক ভোলে সবার আগে চোখ, মনে রাখে (বোধ হয় চিরকাল) অলিন্দ নিলয় মাঝের কপাট!
৫৩।
মাথা থাকলে মাথা ব্যথা হবে। যার মাথা নেই তার মাথা ব্যথাও নেই।
৫৪।
নিজের বিরুদ্ধে নিজে দাঁড়ানো মানেই যুদ্ধ।
৫৫।
ভয় পাওয়া ব্যাপার টা ভয়ংকর। কিন্তু ভয় কেটে গেলে গল্প ভান্ডার সমৃদ্ধ হয়।
৫৬।
রাজতন্ত্র বা গণতন্ত্র যেটাই হোক শাসক শ্রেণী বরাবরই রাজা।
৫৭।
চক্ষুলজ্জাহীন কে লজ্জা দিতে যাওয়ার মতো বোকামী আর হয় না। কারণ লজ্জা কি সে বোধটাই তার নেই।
৫৮।
"বোকা" একটা প্রশংসাসূচক উপাধী। কারণ এর বিপরীত চালাক, চতুর, ধুরন্ধর সব ক'টা শব্দের অর্থ ই নেতিবাচক।
৫৯।
যে রাগ ভাঙাতে আসে তার উপরই রাগ করা যায়। ভুল মানুষের উপর রাগ করা সময়ের অপচয়।
৬০।
মানুষ যতক্ষণ অসহায় ঠিক ততক্ষণই নিষ্পাপ।
২| ১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৪২
আহমেদ জী এস বলেছেন: এন ইসলাম রনি,
ভালো কিছু অনুধাবন নিয়ে লিখেছেন।
++
৩| ১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাণী চিরন্তনঃ ডক্টর কাজি আব্দুল আলিম
৪| ১৭ ই মে, ২০২০ রাত ৮:০৫
নেওয়াজ আলি বলেছেন: আজও পুড়ছি অনলে ।শেষ কে জানে
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর সব কথা। আসলে এগুলো শুধু কথা নয় অভিজ্ঞতার ফসল।