![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
সে চেয়েছিলো তার কষ্টকে কেউ একটি বার অনুবাদ করুক
শব্দের বৃষ্টিতে ভিজে যাক কারো রাতের উঠোন,
লেবু ফুলের গন্ধ জড়ানো মেঘেঢাকা ভোরে
চাদর জড়িয়ে কেউ বারন্দায় একাকী দাঁড়াক,
তার না থাকাটুকু ছুঁয়ে থাক একটা কুয়াশাজড়ানো ভোর
আলো অন্ধকারের এটুকু সময়
তারপর বিস্মৃতির জোয়ারে ভেসে গেলে যাক
মুছে যাক সব আলোর বন্যায়..
২।
কারো কারো পৃথিবী থেকে চুপচাপ মুছে যেতে হয়
তবে এখানেই শেষ নয়, পৃথিবী অসীম।
পৃথিবী ভেঙেই তৈরী হয় নতুন পৃথিবী
কখনো ধ্বংসের ভেতর দিয়ে
কখনো জন্মলগ্নের লাভা স্তর পেরতে হয় একাই
এভাবে পৃথিবীকে বহু টুকরো করেও আজো পৃথিবী অখন্ড!
কত পৃথিবী মরে গেছে
জল হাওয়া নেই পাতা নেই বনে বিবর্ণ আকাশ আর মরুর ও নেই রং! -
এমন কত পৃথিবী ভুলে গেছে মানুষ,
কত পৃথিবী স্মৃতি কোষে ফিরে আসা শুধু ছবি
কত পৃথিবী ঝরে গেছে সৃষ্টির আগেই স্বপ্নের ভেতর..
এমন ই কোন পৃথিবীর থেকে মুছে দিচ্ছি অস্তিত্ব আমার।
৩।
সুখের সময়টা এমন যে সুখ কি বুঝে ওঠার আগেই ফুরিয়ে যায়।
অকারণ কত মন খারাপ কে পেছনে ফেলে এসেছি সুখের দুপুরে, বিষন্নতায় গাঢ় হয়েছে বিকেলের মেঘ,
কত শূন্যতার দীর্ঘশ্বাস পড়েছে রাতের জানালায়
এখন সে সব অর্থহীন ভনিতা মনে হয়।
স্মৃতি মানেই এক দুঃখ জমানো খাতা,
বর্তমান স্মৃতি তে মুদ্রিত হলেই সুখ দুঃখতে বিনিময় হয়ে যায়!
৪।
কত মানুষ আসে আর কত মানুষ যায়
পথ টা পড়ে থাকে -রোদ বৃষ্টি আলো অন্ধকারে, পথ টা কারো নয়।
পথ টা শুধু ভাবে -ডাক পিয়নের খামে
তারও তো নাম লেখা থাকে,
তার কি কিছু নাই? ভাগ্যে শুধু ফেলে দেয়া চিঠি টা ই..
পথ টা শুধু একা জনারণ্যের এই ধামে!
পথটা কারো নয়, পথ টা শুধুই পথের,
একটু খানি বাঁকেই মানুষ ভুলে ভিন্ন নামে ডাকে..
লোকগুলো কি বোকা, সবাইকে নিজের মতোই ভাবে!
তাই কি কখনো হয়-
কয়েক ক্রোশ হেঁটে এলেই বদলে যায় আপন পরিচয়?!
২| ১৯ শে মে, ২০২০ রাত ৩:৫৩
নেওয়াজ আলি বলেছেন: পাঞ্জল শব্দের গাঁথুনি।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২০ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।