![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
সম্পর্কের ভেতর কখন যে ঢুকে পড়ে কানাগলি,
কখন যে শেষ হয় সব পথ, কেউ জানে না!
তুমি জানো এ শহরে ভালোবাসতে নেই?
বড় এলোমেলো এ শহরের ম্যাপ!
২।
এ আসলেই সর্বনাশা চৈত্র মাস,
টেবিলে পড়ে আছে চায়ের কাপ,
টানছে না মোটেও -চেয়ার-টেবিল, চিনেমাটি-বন্দি-উষ্ণতা;
পড়া দরকার,
বই ও নোট দুটোর সাথেই শত্রুতা!
৩।
মন খারাপ নির্জনতা খোঁজে,
মন খারাপ সবার মাঝে মুখ বুজে,
মন খারাপ বিস্ফোরণের মতো
চিৎকার করে বলতে চাই যত
নিজের কাছেই নিজেকে গুটিয়ে নেয় তত।
৪।
তলিয়ে যাওয়া মানুষ আর ভেসে যাওয়া মানুষ, ধুয়ে যাওয়া মানুষ আর মুছে যাওয়া মানুষ!
মানুষ নয়, শুধু ছায়া! ছায়াও নয় একটা দাগ।
ছবি নয় কিছুটা অবয়ব।
প্রিয়! অথচ মনে নেই কোন মুখ -
শুধু ছায়া, ছায়াও নয় একটা দাগ।
৫।
ঘরের ভেতর অন্ধকার
বন্ধ জানালা ছুঁয়ে হেঁটে যাচ্ছে রাত..
কে কার থেকে গাঢ়?
কার নাম শূন্যতা? কোন টা গভীর বিষাদ?
৬।
দাড়ি নামের একটা ছোট সরল রেখা টেনে কিংবা
একটা বিন্দু বসিয়ে শেষ করে দেয়া যায় সব।
কিন্তু থেমে যাওয়া মানেই শেষ নয়। চুপ করা মানেও তাই।
মুছে ফেললে কিছু নেই অথচ শূন্যতা জুড়ে থাকে সারা টা পাতা!
৭।
আগুন নিয়ে খেলছি। আগুন থেকে দূরে যেতে চাই, তবু খেলছি।
আগুনের স্পর্শ ছুঁয়েছে যে দশটি আঙুল
তারা কি না পুড়ে যায়?
৮।
জীবন মানেই জটিল কিছু।
কিন্তু মৃত্যু মানে কি সহজ?
মৃত্যুকে ভয়! জটিলতায় পাগল হতে বসা জীবনের জন্য ভালোবাসা আরো জটিলতম অধ্যায়!
২| ২৪ শে মে, ২০২০ দুপুর ১:২৬
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০২০ রাত ৩:০৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।