![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখরাঙ্গাচ্ছে আসন্ন ঝড়- চুলের মতো
অন্ধকার,
মেঘ জানে বেলা, পথের জানা নেই,
থেমে যাবে সে তুমি খেলা শেষ বললেই। #মৃত্যু
শেষের পর শুরু নাকি শুরুর আগেই শেষ?
সাপ টা গিলে খাচ্ছে নিজেই নিজের লেজ। #শূন্য
সমাজ পেতে পারে মানুষ পাবে না,
অমরত্বের লোভে আছে ভারবাহী গাধাটা। #অমরতা
শূন্যস্থানের ভেতর তারা রেখে গেলো শব টাকে
মানুষের পাওনা শূন্যতা
মানুষের শুধুই শূন্যস্থান পূর্ণ করা লাগে। #কবর
ফুলদানি আঁকড়ে ধরে থাকে জিইয়ে রাখা ফুল
গন্ধ বিলানো শেষে দেখে এ জীবনটাই ভুল। #জীবন
২| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৪০
নেওয়াজ আলি বলেছেন: অনেক ভাবগম্ভীর লেখা। অসাধারণ ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।