![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
চিৎকারগুলো গিলে নিলে নৈঃশব্দ্যের দেখা মেলে
তখনো প্রতিবাদ করে চলেছে বিদ্রোহী বুক,
ভেতরে ধুকধুক শব্দ শুনি -
যুদ্ধ চলছে যুদ্ধ
যে কোন মূল্যে ঐ যুদ্ধ টাকেই এগিয়ে নিতে উন্মুখ!
২।
চলে যাবে বলে যে যায়নি কোথাও তার নাম নদী,
নদীকে নারী বলে কেন জানো?
দূরে যেতে যেতে রোজ বারোহাত শাড়ি খোলে মেয়েটাও।
৩।
সৈকতে পড়ে আছে মৃত শৈবাল সাদা শামুকের খোল
যেমন চুলের কাঁটা টিপ ফেলে যায়
খুব সচেতন মেয়েও।
৪।
সব পাওয়ার ভেতর কিছু না পাওয়াও থাক,
হারানো চিঠির গল্প গুলো
ভুল ঠিকানায়ই দুঃখ জানাক।
৫।
কজন দরজাটা দেখতে পারে,
কজন খুলতে পারে খিল?
কজন পেরতে পারে চৌকাঠ
পেরলেই যে পেছন টা চৌচির।
৬।
মধ্য বর্ষায় আকাশ শরৎ নীল
শিমুল তুলো র মেঘ উড়ে যায়,
একটা দুটো ধূসর- তোমার চোখের মতো,
মাঝে মাঝে রোদ ভিজে যায়!
৭।
দোতলার টানা বারান্দায় কালো মেঘ, জানালায় বৃষ্টির পর্দা,
মেঝেতে শুয়ে আছি, হাতে বই,
ঝাঁপসা হয়ে আছে
প্রিয় কোন গল্পের ছাপার অক্ষর।
৮।
মিথ্যে দিয়ে সাজিয়ে ছিলাম চোখ,
ভেতর ঘরে ওরা সব বহিরাগত লোক!
২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:২৪
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর উপস্থাপন ।
৩| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯
আরিয়ান নাঈম বলেছেন: বেশি সুন্দর..
৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৫| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ১০:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মনো মুগ্ধকর