![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
দূরত্ব রচনা করে পুষে রাখা অভিমান
গুড়ো গুড়ো বরফ জমতে থাকে আয়নায়,
কথা গুলোকে ক্ষতবিক্ষত করে দাঁতের আঁচড়
পেন্সিলটা ঠোঁটের কোনায়!
২।
জানালায় তপ্ত রোদ- পর্দার পাহারায় আটকানো,
হাতে চিনি ছাড়া বিষণ্ণ চা
পুরনো পৃথিবীতে অকারণ সময়টা হারানো।
৩।
একই কক্ষপথে ঘুরতে ঘুরতে মানচিত্রটা দেখে
পৃথিবীরও খুব ঈর্ষা হয়, আমারো তেমন
এতো পথ! অথচ হারিয়ে যাওয়া যাচ্ছে না মোটেও।
৪।
গতরাতে ছিলো মেঘের ভেতর লুকানো চাঁদ, নীরবে ভিজে ছিলো শহর।
গতরাতে আমার কবরে যাওয়ার ইচ্ছা ছিলো না মোটেও।
গতরাতে আমি প্রথম ও শেষবার অমরতাকে চেয়েছিলাম।
অথচ পৃথিবীতে এমন কিছু নেই যাতে বিনিময় মূল্য শোধ হয় তার!
৫।
মৃত্যুও মাঝে মাঝে সুন্দরের মুখোশ পরে থাকে
কুয়োর তলের টলটলে জলের কাছে আমি শব্দ পাঠিয়েছিলাম
সেও ডেকে ছিলো আয় আয় আয়...
৬।
সে চিঠি দিয়ে ছিলো মেঘের কাছে বৃষ্টি চেয়ে,
আজ উত্তর এসেছে। মেঘ বলেছে, মানুষ, তুমি কি পাহাড় হতে জানো....?
২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:০৮
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর তো।