নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিসর্গ ময়ূখ

নিসর্গ ময়ূখ › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত স্বপ্নের এক গল্পের শুরুর কথা ...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

"স্বপ্ন ...স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখা ...একটু ভাবলে কেমন যেন মনে হয় না কথাটা? কেউ কি কখনো স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখেছেন? আমি দেখি! প্রতিদিনই দেখি, প্রতি মুহুর্তে দেখি। জেগে দেখি, ঘুমিয়ে দেখি, বসে দেখি, শুয়ে দেখি, হেঁটে যেতে দেখি, তিতাস স্যার এর ডেমো ক্লাস এ দেখি ...প্রতি মুহুর্তেই দেখি! স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখাটা যেন এক অনভ্যাসের অভ্যাসে পরিনত হয়েছে। এই আমার স্বপ্ন, আমার অনেক প্রিয় একটি মানুষ, যাকে সারাক্ষণ চোখের সামনে দেখতে চাই, কিন্তু পারি না বলেই সে বারে বারে আসে আমার স্বপ্নে ।

হয়ত এক পড়ন্ত বিকেলে শান্ত একটি বড় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার ছবি। হয়তো কোন ও মেঘলা দুপুরে বারান্দায় দুই কাপ চা নিয়ে মুখোমুখি বসে নিজেদের মধ্যে আলোচনা । হয়তো বৈশাখের কোন ও এক সন্ধায় আমাদের দুই হোস্টেলের মাঝের শিশু ব্রীজ এ দাড়িয়ে অহেতুক কথা বলা আর তার ফাকে ভুট্টা খাওয়া, অতঃপর বন্ধ গেট অথবা রেল লাইনের পাশের টং দোকানের চা , অদ্ভুত রকমের এক ভালোলাগা আছে এই স্বপ্ন দেখার মাঝে। যে ভালোলাগা কখনো প্রচন্ড ভালোবাসা মেশানো কিছু গুছানো শব্দ দিয়েও প্রকাশ করা যায় না। মাঝে মাঝে মনে এই প্রশ্নটা আসে – এজন্যই কি অসীম ভালোবাসার গল্পগুলো শুধু গল্প-উপন্যাসের পাতায় লিখা থাকে??

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

জাকারিয়া মুবিন বলেছেন: স্বপ্ন দেখুন, তবে সেই স্বপ্ন হোক ভবিষ্যতের পাথেয়।

ব্লগে স্বাগতম।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

তাসজিদ বলেছেন: নিয়মিত ব্লজ্ঞিং করুন আর আমাদের উপহার দিন দারুণ দারুণ সব লেখা
Welcome to samu world.

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

নিসর্গ ময়ূখ বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.