![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দরা সব লুকিয়ে আছে,
মনের কোনায়।
তাই লিখতে পারছিনা কিছু,
খাতার পাতায়।
আর আমি ভূগছি নষ্টালজিয়ায়।
গল্পগুলো হাটছে সব,
ভুল পথে।
ঘরের কোনায় কাগজের স্তুপ,
বাড়ছে তাতে।
আর আমি নিস্তব্ধ বসে আছি এই রাতে।
রাত বেড়ে চলছে,
ঘড়ির তিনটি কাটায়।
ঝিঁ-ঝিঁ পোকার ডাক বাড়ছে,
গভীর থেকে গভীরতায়।
আর আমি প্রভাতের অপেক্ষায়।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
সানড্যান্স বলেছেন: ভাল লেগেছে!
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
এহসান সাবির বলেছেন: সুন্দর।