নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিসর্গ ময়ূখ

নিসর্গ ময়ূখ › বিস্তারিত পোস্টঃ

পাইনি খুঁজে

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

জীবন আমাকে অনেক কিছু দিয়েছে,



কখনো কেঊ ভালোবেসে আগলে রেখেছে,



কখনো সেই ভালোবাসা আমাকে নিঃশেষ করেছে,



কেওবা তার প্রয়োজনে ব্যাবহার করেছে।



কখনো বন্ধুরা অনেক সুখ দিয়েছে,



আবার তাদেরই কেও আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে।



কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি।



কখনো কারো অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি।







জীবনে অনেক কিছু দেখেছি,



খুব প্রিয় মানুষের মৃত মুখ দেখেছি।



কারো মুখে হাসি ফুটিয়েছি।



তো কাওকে অনেক কষ্ট দিয়েছি।



দেনা পাওনার হিসেব এখন আর মিলাই না।



চাওয়া পাওয়ার হিসেব কসতে সাহস হয়না।



সব কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে,





















শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা আমিকে ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

s r jony বলেছেন: চমৎকার হয়েছে। চালিয়ে যান, নিয়মিত এরকম ভাল লেখা আমাদের উপহার দিন।

২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

shfikul বলেছেন: +++

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

আবিদ ফয়সাল বলেছেন: অতি চমৎকার !

৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: দারুন।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

শ্রাবণ জল বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.