![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, কয়েকটা ছোটলোক মশা যখন খুশী তখন আমার গায়ে বসে রক্ত খাচ্ছে ...নিজেকে মুক্ত বিহঙ্গ ভাবলেও বাধ্য হয়ে মশারী নামের কাপড়ের জেলে ঢুকতে হয় ক্ষুদ্র তুচ্ছ একপাল মশার কারনে ...আবার রাতে মশারী খাটিয়েও রক্ষা নেই! কোন এক ক্ষমতাবলে এরা মশারীর ভেতর ঢুকে নিতান্তই সস্তা সঙ্গীত শোনায় ! এদেরকে কে বোঝাবে আমি এসব সস্তা সুরের গান বাজনায় কোন প্রকার আগ্রহ রাখিনা ...! সামান্য কিছু নিচু বুদ্ধির সস্তা প্রাণীর স্পর্শে সারারাত অসহ্য যন্ত্রণা ভোগ করতে করতে আমি ক্লান্ত
মশার অত্যাচারে , শোষণে , নির্যাতনে এক প্রকার অতিষ্ঠ হয়ে জানালা বন্ধ করতে গেলেই আত্মআবিষ্কৃত একটা প্রবাদ মনে পড়ে যায় ' দ্বার বন্ধ করে মশাটারে রুখি,অক্সিজেন বলে আমি তবে কথা দিয়ে ঢুকি ? ' আসলেই খুবই অবাক হওয়ার মতই ব্যাপার , এই নিচু স্তরের প্রাণীগুলো আজকাল নিজেদের প্রতিরোধ ক্ষমতা এতটা বাড়িয়ে ফেলেছে , যা তাক লাগিয়ে দেবার মত ! অ্যারোসল কিংবা লিকুইড কিলার কোনটা দিয়েই এদের শায়েস্তা করা করা যাচ্ছে না ... কয়েল নামের বিষের আঘাতে নিজেই অসুস্থ হয়ে পড়ছি - অথচ মশাগুলো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে , আবার সুযোগ পেলেই কামড়ে দিচ্ছে ! আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে জন্ম নিয়ে কি এই সামান্য মশা নামক পতঙ্গের কাছে পরাজিত হব ???
©somewhere in net ltd.