নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিসর্গ ময়ূখ

নিসর্গ ময়ূখ › বিস্তারিত পোস্টঃ

অন্য প্রতিবিম্ব ..

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

রাত্রি দ্বিপ্রহর...





শান্ত পদ্মার জল । আকাশে হাজার বছরের পুরনো সেই চাঁদ। সাথে তার অগনিত প্রহরী তারা।।



তুমি আর আমি ছোট্ট একটা ডিঙ্গি নায়ে ভাসছি বিশাল পদ্মার হঠাৎ করেই শান্ত হয়েও যাওয়া জলে। চারপাশের জগত আমাদের অস্তিত্তে নীরব ভূমিকায় দারিয়ে। চারপাশে বাড়তে থাকে নিস্তব্ধতা আরে উড়ন্ত জোনাকিদের খেলা...



হঠাৎ, চারপাশের নিস্তব্ধতা ভেঙ্গে তুমি গুনগুনিয়ে উঠলে প্রাচীন কোন গানের পাগল করা সুর। সাথে সাথে নিস্তব্ধ চারপাশ যেন আড়মোড়া ভেঙ্গে জেগে উঠতে লাগল। শান্ত পদ্মার বুকে জোয়ার আসলো। শীতল দমকা হাওার মাতামাতি বাড়তে থাকল...







জানি না, ঠিক কতক্ষণ মন্ত্রমুগ্ধ নয়নে তোমার দিকে তাকিয়ে ছিলাম কতক্ষণ এক মনে তাকিয়ে আছি, জানি না। সহসা চমকে উথলাম তোমার শব্দ না পেয়ে। ফিরে তাকালাম তোমার দিকে । তুমি অপ্রস্তুত হাসি হাসলে । সেই হাসি তে ঝরে পরল অভিমান আর অনেকটা ভালবাসা ... যার মূল্য কোনদিন আমি বুঝিনি।







তোমার দিকে চিরকাল এক অপলক তাকিয়ে থাকার অদম্য অভিলাষ সত্ত্বেও আমি আবার নদীর শান্ত জলে চাঁদের প্রতিফলনের দিকে দৃষ্টি ফেললাম। তুমি আবার চুপ হয়ে গেলে।।









কেন জানি মনে হল, আমার ঘুনে ধরা ঝাঁঝরা বুকের দীর্ঘশ্বাস তুমি কখন শুনতে পাও নি...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

জ্যোস্নার ফুল বলেছেন: লেখার গভীরতা অনেক।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

নিসর্গ ময়ূখ বলেছেন: ধন্যবাদ .
অনেক ভাল লাগল আপনার মন্তব্যে, সাহস পেলাম লেখার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.