নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born To Dominate .......

Everything in the world has an expirary date, even relationship.

নিঃসঙ্গ যোদ্ধা

He is the strongest man in the world who can stand alone !!!

নিঃসঙ্গ যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

Taবিজ Faruক [অ্যানাদার মিনি রিসার্চ ........... ]

১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৬



এই মিউজিশিয়ান ভদ্রলোকের নাম তাবিজ ফারুক। কিন্তু তিনি তার নামকে বাংলিশ ফরম্যাটে লিখতে পছন্দ করেন। তার প্রথম অ্যালবাম "ভালোবাসার গুষ্টি কিলাই"-এর প্রচ্ছদে নিজের নামকে "Taবিজ Faruক" হিসেবে দেখা যায়। রকস্টার স্যার ওয়েস্টার্ণ মিলনের মতো তিনিও আর এক ভচ মানুষ। ব্লগার পাপী(সাইফ ইমাম) ভাই এর মধ্যে ব্লগে তার প্রতিভার কথা আপনাদের কাছে জানিয়েছেন। তারপরেও আমি আপনাদের সামনে বাংলার বিশেষ রক সেনসেশন "তাবিজ ফারুক" ভাইয়ের বিভিন্ন প্রতিভা তুলে ধরতে চাই।





বিদ্রোহী প্রেমিক তাবিজ ভাই:



তার সুপারহিট গান "ভালোবাসি কানে যায় না"-তে তার বিদ্রোহী মানসিকতা ফুটে ওঠে। গানের এক পর্যায়ে তিনি নায়িকাকে বলেন, "ওই মাইয়া, নিজেরে কি মনে করো? মহারাণী ভিক্টোরিয়া? রজনীগন্ধার স্টিক ভালো লাগে না? যখন হকিস্টিকের পিডানী খাইবা তখন বুঝবা জোর কইরা ক্যামনে ভালোবাসা নিতে হয়!"



আর একটা বিষয়, এই গানের কিছু অংশ হলিউড মুভি "ম্যাক্সিকো"-তে ব্যবহার করা হয়। বিশ্বাস না হলে গানটা দেখুন।









স্বল্পবসনা তাবিজ ভাই:



তাবিজ ভাই মিউজিকের জন্য নিবেদিত-প্রাণ। তার এক গানের স্বার্থে তিনি পুরো গান খালি গায়ে শুধুমাত্র একটা ছেড়া হাফ-প্যান্ট(সাইজে যদিও হাফপ্যান্টের থেকে অনেক ছোট;)) পড়ে গেয়েছেন। এই গানে তিনি অ্যামাজান জন্গলের এক আদিবাসীর ভূমিকায় অভিনয় করেন। বিশ্বাস হয় না, তাহলে গানটা দেখুন।









ইন্টারন্যাশনাল তাবিজ ভাই:



তাবিজ ভাই তার গান শুধুমাত্র বাংলাদেশে শুটিং করেন না, তিনি যে ইন্টারন্যাশনালি শুটিং করেন তা নিচের গান থেকে বোঝা যায়। তার নিচের গানের বিভিন্ন অংশের শুটিং হয়েছে মায়ামি সি বিচ-অ্যামেরিকা, ব্লাকপুল থিম পার্ক- ইংল্যান্ড, মিশরের পিরামিড, নেপালের মাউন্ট এভারেস্ট সহ শতাধিক দেশে।









লিজেণ্ড অ্যান্ড মিথ তাবিজ ভাই:



তার বুকে এক পীরবাবার তাবিজ আছে বলেই তার নাম তাবিজ ফারুক। কিন্তু তিনি যে রূপকথাকেও হার মানান তা জানা ছিলো না। নিচের গানে তাকে দেখা যায় প্রথমে আরবের মরুভূমিতে। সেখান থেকে তিনি আলাদ্দীনের জাদুর গালিচায় করে চলে যান রূপকথার রাজ্যে। তারপর এক পর্যায়ে তিনি মানুষ থাকেন না, কি হয়ে যান দেখুন ...









তাবিজ ভাই এর অন্যান্য প্রতিভা:



রোমান্টিক তাবিজ ভাই: Romantic Tabij

লুল তাবিজ ভাই: Lul Tabij

নারী-বিদ্বেষী তাবিজ ভাই: Anti-Women Tabij







সামহয়ারইন-এ তাবিজ ভাই:



সামহয়ারইন ব্লগের বিশিষ্ট রাজনীতিবিদ, জাতির বিবেক, মেনন সাহেবের কামান - কমরেড স্যার সৈয়দ আমিড়ুজ্জামানকে আপনারা অনেকেই চেনেন। তার সাথে তাবিজ ফারুক ভাই এর ওঠা-বসা আছে।

যে অনুষ্ঠানে কমরেড স্যার সৈয়দ আমিড়ুজ্জামান বিশেষ অতিথি থাকেন সে অনুষ্ঠানে তাবিজ ফারুক ভাই সংগিত পরিবেশন করেন। দুই জগতের দুই প্রতিভা এর সমন্বয়ে এরকম একটা অনুষ্ঠান হয়ে গেছে গত ১৬ই জানুয়ারী ২০০৯ সালে মৌলভীবাজারে। অনুষ্ঠানের আমন্ত্রনপত্র দেখেন:









অনেক সার্চ দিয়ে এই আমন্ত্রনপত্র খুঁজে পেয়েছি "মুহিবুর রহমান"-ভাই এর ব্লগে। লিংক নিচে দেওয়া হলো ---

Link of Invitation Letter







তাবিজ ভাই সম্পর্কে আপনাদের গূরুত্বপূর্ণ মতামত আশা করি। আর এক রক সেনসেশন স্যার ওয়েস্টার্ণ মিলনকে নিয়ে একটা রিসার্চ করেছিলাম। নিচের লিংকে ক্লিক করে তা দেখতে পারেন।



স্যার ওয়েস্টার্ণ মিলন

মন্তব্য ২৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৩

রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ

১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৯

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: প্রথম ধন্যবাদ ........

২| ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৪

ঘুমরাজ বলেছেন: ভালোবাসার গুষ্টি কিলাই জটিল একখান গান।পিলাচ আপ্নারে

১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:১১

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: কঠিন একটা গান .......

আপনারে ধন্যবাদ ................

৩| ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৩

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: ষ্যাড় ওয়েস্ট্রার্ন মিলন ভচের উপ্রে কুনু ষিল্পী নাই =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৬

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: এই লুক ভচের কম্পিডিটড় হইতে চাইচিলো ...... মাগার ভচের লগে পারে নাই। আসলে, ষ্যাড় ওয়েস্ট্রার্ন মিলন ভচের উপ্রে কুনু ষিল্পী নাই

তবুও এই লুক কম যায় না। আরেক পিচ প্রতিভা ......

৪| ১০ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৯

অলস ছেলে বলেছেন: আপনি এভাবে গবেষণা করতে থাকলে তো আমার সমস্যা। প্রিয় পোষ্টের তালিকা অসম্ভব লম্বা হয়ে যাচ্ছে।

আপনিও এক ভচ গবেষক। যে অজানা খনির সন্ধান দিচ্ছেন মানবজাতিকে, জাতি অর্জনের আনন্দে হাগল হই যাইতেছে। প্লাস প্লাস প্লাস।

১০ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৭

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: আমার পোষ্ট আপনার প্রিয় জেনে খুব ভালো লাগলো .............

অনেক ধন্যবাদ আপনাকে ...........

৫| ১০ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৯

মুকুট বলেছেন: ভাইরে একটু আগে ডিনার করে, এই পোষ্টে বিখ্যাতগানগুলিরে দেখলাম, অনেক কষ্টে পেটে ভাত আটকায় রেখেছি, হাসির ঠেলায় সব বের হয়ে আসতে নিয়েছিলো ;)

১০ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ভাই আপনার খাবারের সেই তালিকা থেকে কি দিয়ে ডিনার করলেন? ;)

পোষ্টটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ......... :):):)

৬| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২৫

আমি এবং আঁধার বলেছেন: +++++++++

১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৪

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ .............

৭| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৪

মনোয়ার পারভেজ বলেছেন: খাইছে, আপনি দেখি সবজায়গা তেই আছেন। :)

যাক, আপনারে আমার লিঙ্ক করতে চাই। অনুমতি দিবেন কি?

১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৫

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অবশ্যই ........ লিংক করলে আমি খুশি হবো ..........

৮| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯

অবাঞ্চিত বলেছেন: +++

১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৬

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ :)

৯| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০০

রাজিব খান০০৭ বলেছেন: ভালা কাম। আগাইয়া যান

১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৬

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধইন্যা ........। :):):)

১০| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৫

প্রবাসী রনি বলেছেন: একখান নতুন পোষ্ট দিলাম দেখে আসবেন কিন্তু

১১ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৭

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অবশ্যই ........ দেখতে যাচ্ছি ................

১১| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২০

ফারহান দাউদ বলেছেন: পুরাই লিজেন্ড। তয় ওয়েস্টার্ন মিলনের উপ্রে কিছু নাই।

১১ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৪১

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ইয়াপ ........

মিলন ভচ পুরাই একপিচ ...... নট এ সিন্গেল কপি অফ হিম ..........।

১২| ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৫

দি ওয়ান বলেছেন: আপনিই আসল ভচ! :)

প্লাস।

২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৮

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: আমি ভচ-দের সামান্য শীর্ষ মাত্র ;)

ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.