![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
He is the strongest man in the world who can stand alone !!!
জীবন ...
কখনও এক কাপ চা ... কখনওবা ধোঁয়া ওঠা এক মগ কফি।
কখনও একাকীত্বের বিচ্ছিন্নতা ও বিষাদ ... আবার কখনও আনন্দমুখর কোন মুহুর্তের প্রতিচ্ছবি।
কখনও অলস ক্লান্তিময় দুপুরে আত্ম-কথোপোকথন ... কখনওবা গভীর রাতে ভালোলাগার উষ্ণ আলিঙ্গন।
কখনও একরাশ হতাশা ... আবার কখনও জীবনভর ভালোভাবে বেঁচে থাকার তীব্র আশা।
হারানোর গল্প, পাওয়া না-পাওয়ার গল্প, কোন কিছু পেয়েও হারিয়ে ফেলার গল্প, দুঃখ-সুখের গল্প, বিষণ্ণতার গল্প - এরকম কতশত গল্প প্রতিনিয়ত ঘটতে থাকে আমাদের জীবনে। গল্পের শেষটা ভালো হোক আর মন্দ হোক, পূর্ণতা পাক আর নাইবা পাক - গল্পের শুরুটা প্রায়সময়ই সুন্দর হয়, সুখের হয়।
এই গল্পের শুরুটাও ঠিক তেমনি অনেক সুন্দর - আনন্দ উৎসবমুখর - প্রাণচাঞ্চল্যে ভরা। আর তা হবেই না বা কেন? এরা বয়সে সবাই তরুন, হৃদয়ে তারুন্যের উচ্ছলতার মাঝে জীবনকে তীব্রভাবে উৎযাপন করার অঙ্গীকার। প্রতি মুহুর্তে জীবনকে অনুভব করা, প্রাণভরে উপভোগ করা এই তো বেঁচে থাকার মুলমন্ত্র।
কিন্তু গল্পের শেষে .....................
তাহলে দেখুন মিউজিক ভিডিও "বিলীন"। প্রেম-ভালোবাসা-ব্রেকআপ নিয়ে অনেক মিউজিক ভিডিও হলো, এবার একটা জীবনমুখী গানের মিউজিক ভিডিও দেখা যাক যেখানে অনেক ছোট ছোট গল্প আছে। অডিওটা একটু কেমন-যেন লাগতে পারে কিন্তু ভিডিওটা অনেক ডাইভার্সিফাইড লাগবে। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।
©somewhere in net ltd.