![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
He is the strongest man in the world who can stand alone !!!
তুমি আমার কাছে আর কি চাও,
যেখানে আমাদের অতীত তোমার ভালোবাসার কথা বলে ...
এবং আমার আর সেই শক্তি নেই,
আমি আর চাই না তোমার দেওয়া বিরহ থেকে মুক্তি পেতে ...
তোমার কাছে খুব বেশি চাওয়া হবে কি,
আমি যদি বলি এই অভিমান সারাজীবন ধরে রাখতে ...
আমি আর কতদিন এভাবে বাঁচবো বলো,
এই একই মিথ্যার মায়াজালে নিজেকে নিয়ে থাকতে ...
না, এভাবে বিচরণ করিও না,
আমার যে হৃদয় তুমি চুরি করেছো,
আমার আর দেওয়ার কিছু নেই ......
আমার আর দেওয়ার কিছু নেই ......
হ্যাঁ, আমিই সেই পরাজিত প্রেমিক,
যে তোমাকে নিজের সবকিছু দিয়েছে,
আমার আর দেওয়ার কিছু নেই ......
আমার আর দেওয়ার কিছু নেই ......
তুমি-আমি খুব কাছাকাছি তবুও অনেক দূরে,
উপেক্ষা আর অবহেলায় এ আকাশ কালো ...
তাইতো সবকিছু আজ অর্থহীন হয়ে গেছে,
এবং শূন্যতা ভুলে যাওয়ার থেকে ভালো ...
তোমার ভালোবাসায় বন্দী হতে চাই না,
তুমি বরং ফেরারী হয়ে চলে যাও দূরে ...
প্লিজ, তুমি আর কখনো ফিরে এসো না,
আমার একান্ত অনুভূতির রাজকণ্যা হয়ে ...
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০
মোঃ হোসাইন খাঁন বলেছেন: বাহ ! দারুন, চালিয়ে যান সাথে আছি ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: মানুষ মরে গেলে ‘সার’ হয়-
বেঁচে থাকলে ‘ভাঁড়’ হয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
সনেট কবি বলেছেন: দারুন লিখেছেন