নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারপাশের মানুষ গুলো অনেক ভাল।

নিথর শ্রাবণ শিহাব

মাটির মানুষ ভিজলে কাদা হয় না কেন প্রশ্ন জাগে, মানুষ গড়া অন্যকিছুয় আমার শুধু এমন লাগে।

নিথর শ্রাবণ শিহাব › বিস্তারিত পোস্টঃ

ছাদের মানুষ, ছাদের ঈশ্বর

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

আলোকচ্ছটায় মুহূর্তেই যেন কাঁচের মত গুড়িয়ে গেল

কি চিৎকার একেকটা ফুটপাথের জন্তুগুলোর

কুৎসিত শব্দে গাল দিয়ে ওঠে জানোয়ারের দল

কেউ আবার একে অন্যকে জড়াজড়ি করে আলো ঠেকায়!

"শালার সভ্যতা আর মানবতা সব একদিনে জাগে তোগো?"

ঘাড়ের কাছে ঘা হওয়া কুকুরটার সঙ্গে ঘেষে শুয়ে পড়লো আবার।

দুজনের গায়ে ঘা। মাছির দল কার ঘায়ে বসবে চিন্তা করছে।



কবি করুণ মুখে কুকুরগুলোর গায়ের ওপর কড়া মাড় দেয়া

একটা কাপড় ছুঁড়ে দিয়ে হাঁটতে লাগলো।

দায়িত্ব শেষ। আর একদল মানুষ কিংবা সভ্য পুরুষ সুউচ্চ প্রাসাদের

বারান্দায় দাঁড়িয়ে বাহবা দিয়ে উঠবে! আঃ বেশ তো!



ঈশ্বর আরেকটু ওপরের প্রাসাদ থেকে গলা বাড়িয়ে তাকাবেঃ

এ্যাঁ? ছাদ তো একটাই বানিয়েছিলাম যতটা মনে পড়ে!

নিচে এতো ছাদ কেন?



বিভ্রান্ত মাছির দল হঠাৎ ওপর দিকে ওড়া শুরু করবে।

ওপর থেকে এতো পুঁজ, রক্ত আর বিষ্ঠার গন্ধ আসে কেন?

যাক! এ রাতের খাওয়া পাওয়া গেল! নিশ্চিন্ত মনে প্রাসাদের দিকে

উড়তে লেগেছে মাছির দল।



কবি ফুটপাথে বসে বাঁশি বাজাচ্ছেন। কি নিঃশব্দে ভরা সেই বাঁশি!

মাছির পাখার মত কেবল শব্দ আসে।



মাছিরা গন্ধ চেনে! উৎকৃষ্ট গন্ধ চেনে।

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২

মামুন রশিদ বলেছেন: ভালো লাগল +

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন

২| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন

৩| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩

আরজু পনি বলেছেন:

ঈশ্বর আরেকটু ওপরের প্রাসাদ থেকে গলা বাড়িয়ে তাকাবেঃ
এ্যাঁ? ছাদ তো একটাই বানিয়েছিলাম যতটা মনে পড়ে!
নিচে এতো ছাদ কেন?


এই অংশটা অন্যরকম দারুন লাগলো ।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫০

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ :) ঈদ মোবারাক

৪| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

টুম্পা মনি বলেছেন: কবি ফুটপাথে বসে বাঁশি বাজাচ্ছেন। কি নিঃশব্দে ভরা সেই বাঁশি!
মাছির পাখার মত কেবল শব্দ আসে

অনেক ভালো লাগল। ঈদের শুভেচ্ছা।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫২

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারাক :)

৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঈশ্বরের বানানো একটি ছাদ
নিঃশব্দ বাঁশি
মাছিদের উৎকৃষ্ট গন্ধ চিনতে পারা.....

বিষয়গুলো ‘উৎকৃষ্ট’ লেগেছে :) +
কবিকে শুভেচ্ছা....

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৩

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ :) ঈদ মোবারাক

৬| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

এরিস বলেছেন: ফেসবুকে পড়েছিলাম। আবার পড়লাম।

আপনি লিখেন। কেমন লিখেন, আমি বলতে পারিনা।

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২২

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

৭| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো !!!!!

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২২

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: কবি ফুটপাথে বসে বাঁশি বাজাচ্ছেন। কি নিঃশব্দে ভরা সেই বাঁশি!

সুন্দর কবিতা! ভাল লাগা!

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৩

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

একজন আরমান বলেছেন:
দারুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.