![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির মানুষ ভিজলে কাদা হয় না কেন প্রশ্ন জাগে, মানুষ গড়া অন্যকিছুয় আমার শুধু এমন লাগে।
দেরি হয়ে গেল। চারুলতা, ক্যালেন্ডারের সব ফ্রাইডে তে
এতো লাল রঙ কেনো জানো?
সংবিধানে তোমার সঙ্গে আমার দেখা করার জন্য
সরকারী ছুটি দেয়া, সারা দেশে।
এই শহরের সব লোকাল বাসের দরজার হ্যান্ডেলে
আমার পাঁচ আঙুলের ছাপ বসে গেছে।
তোমার কাছে আসছিলাম বলে।
ঢাকা শহরের ওপর এতো ফ্লাইওভার আগাছার মত
কেন গজিয়েছে শুনেছো?
তোমার কাছে যাবার জন্য আমার ট্রান্সপোর্ট সুবিধার জন্য।
তোমার যে অপেক্ষা করার ধৈর্য্য একেবারেই নেই-
সরকারও সে খবর রাখে।
যদিও ট্যাক্স দিয়ে আসতে হচ্ছে তোমার কাছে।
তোমার আমার প্রেমের ওপরেই কিনা ট্যাক্স!
চারুলতা, জানালা দিয়ে তাকিয়ে দেখো তো-
তোমার আকাশে কোনো গোলগাল সূর্য ওঠে কিনা?
আমার জানালায় সিটিগোল্ডের চুড়ির মত
গোল একটা বৃত্ত ওঠে রোজ।
আমার খুব ইচ্ছে প্রতিদিন তুমি সিংকে যখন
বাসন কোসন ধুতে থাকবে-
সিটিগোল্ডের চুড়িগুলো শব্দ করে বাজতে থাকবে।
তোমার হাতে।
সোনার হলে তো যত্নে রাখতে হয়।
তোমার অযত্নের চুড়ির শব্দ শোনার বড় সাধ আমার।
কি হল? এখনো ক্ষেপে আছো?
তোমার জন্য একজোড়া সিটিগোল্ডের চুড়ি কিনতেই তো
আমার পথে হল দেরি।
আমার জানালার সূর্যটার দুটো বনোসাই কপি
তোমার কাছে থাকুক।
এখন অন্তত একটু হাসো,
বুড়িগঙ্গাও তো তোমার অভিমানে বিষ খেতে শুরু করেছে!
মৃত্যু পথযাত্রীর পাশে বসে থাকা পূণ্যের কাজ-
নদীটার তীরে বেড়াতে যাবে?
২৮/১০/২০১৩
বারইয়ারহাট, চট্টগ্রাম
©somewhere in net ltd.