![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির মানুষ ভিজলে কাদা হয় না কেন প্রশ্ন জাগে, মানুষ গড়া অন্যকিছুয় আমার শুধু এমন লাগে।
সে কাদার মত ছিল, নরম মাটি।
তার বড় সাধ ছিল দেবী হবার। তাই
এই কারিগরের কাছে এসে বলেছিল একদিন
"আমায় গড়ে দেবে? আমি দেবী হব শুধু তোমার?"
আমার হাতে তখন অনেক কাজ।
খরকুটো দিয়ে হাজারটা দেবীর ডামি বানাচ্ছি,
কাদা মাটি দিয়ে লেপে মূর্তি বানাতে হবে।
সামনেই দূর্গাপূজা। অনেক বায়না এসেছে।
আমার অনেক মাটির দরকার। নরম মাটি।
অথচ আমি তাকে ছুঁয়েও দেখিনি সেবার।
অবহেলায় সে চলে গেছে মুখ ঝুঁকিয়ে। ফিরে তাকায়নি একবারও।
আজ অনেক বছর পর আমার বাড়ি বানানোর জন্য
ইটের অর্ডার করতে এক ট্রাক লাল ইট এসেছে।
সেই ইটে তাকে খুঁজে পাওয়া গেল।
আমি ছুঁতে যাব তাকে- সে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলো,
ভয় পেয়ো না। আমি কাঁচা মাটি নেই আর। আর কোমল কিছু
অবশিষ্ট নেই আমার। তোমার দেয়াল ভাঙ্গবে না। কথা দিচ্ছি।
আমি হাত সরিয়ে নিলাম।
সে অপরিচিত হয়ে গেছে আমার।
অথচ সে দেবী হবার সাধ নিয়ে এসেছিল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: থ্যাঙ্কু!
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: আজ অনেক বছর পর আমার বাড়ি বানানোর জন্য
ইটের অর্ডার করতে এক ট্রাক লাল ইট এসেছে।
সেই ইটে তাকে খুঁজে পাওয়া গেল।
আমি ছুঁতে যাব তাকে- সে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলো,
ভয় পেয়ো না। আমি কাঁচা মাটি নেই আর। আর কোমল কিছু
অবশিষ্ট নেই আমার। তোমার দেয়াল ভাঙ্গবে না। কথা দিচ্ছি। +
একসময় তারা ইটের দেয়ালের চেয়েও শক্ত হয়ে যায়।
ভ্রাতা, আপনার কাছে থেকে ভৌতিক গল্প পাই না কেন আর!
ভালো থাকবেন।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: ব্যস্ত থাকি ইদানীং। ফ্রি হলেই লিখে ফেলবো। ধন্যবাদ
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
সানজিদা হোসেন বলেছেন: অনেক সুন্দর
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসম্ভব সুন্দর।
বিষন্নতা ছেঁয়ে রইল।
৫| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩২
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ
৬| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
নিথর শ্রাবণ শিহাব বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪
নিলু বলেছেন: আসলেই গড়ার সঠিক কারিগর