নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারপাশের মানুষ গুলো অনেক ভাল।

নিথর শ্রাবণ শিহাব

মাটির মানুষ ভিজলে কাদা হয় না কেন প্রশ্ন জাগে, মানুষ গড়া অন্যকিছুয় আমার শুধু এমন লাগে।

নিথর শ্রাবণ শিহাব › বিস্তারিত পোস্টঃ

বুক পকেটের সাধ

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৮

যে মেয়ে সারা জীবন সুঁইয়ের ভয়ে নাক ফুটালো না,

তার নাক ফুলের এত শখ যে আমার হাত ছুঁয়ে একদিন

বলেই ফেলল, "আমাকে নাকফুল কিনে দেবে?"

আমি হা হা করে হেসে ফেললাম, "পরবে কেমন করে?

তোমার না সুঁই সুতায় ভীষন ভয়?"

লাজুক একটা হাসি দিল মেয়েটি, "কেউ একটা নাকফুল

একটু সাধ করে কিনে তো আর দেয়নি যে নাক ফুটাবো?"

আমি তাকিয়ে মেয়েটার চেহারার সব রঙ গোণার চেষ্টা করতে থাকি।

লাজুকতার রঙ, সাধ জাগা রঙ, অনুনয় আর ভালবাসা মেশা

একটা গ্লাস পেইন্টের রঙ, আর একটা নাকফুলের রঙ।

তোমার মুখে এই কথাগুলোর সাথে সেই রঙধনুটা দেখবো বলে

কতদিন ধরে একটা নাকফুল বুক পকেটে নিয়ে ঘুরছি.....

তোমার নাকের ডান দিকটায় একটা সাদা পদ্ম দেখার শখটা যে এতকাল

সুঁইয়ের ভয়ে শিকোয় তোলা ছিল!

যাক, আজ শিকে ছিঁড়েছে। এখন একটা সূর্যমুখির স্বপ্ন নিয়ে হাঁটতেই পারি।

তোমার কপালে একটা সূর্যমুখি দেখার জন্য

আমার বুক পকেটটা আজ খালি করে দিচ্ছি তাই।

কাল থেকে তোমাকে না জানিয়ে বুকে একটা সূর্যমুখি নিয়ে

অবিরাম হাঁটবো আর হাঁটবো তোমার পাশে......

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৮

ব্লগার ইনোসেন্ট বলেছেন: চমৎকার, পোষ্টে ভালোলাগা রইলো । :)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৩

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ :) শুভেচ্ছা, ভাল থাকুন সব সময়

২| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৫

মনিরা সুলতানা বলেছেন: আজন্ম সলজ্জ্য সাধ
কেউ নাকের পাতায় পদ্মফুল দেখুক...


লেখায় ভালোলাগা :)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: মচৎকার। ;)
ভালো লাগলো অনেক।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:২০

শায়মা বলেছেন: ভাইয়া তুমি দেখছি গল্পের মত কবিতাতেও ১০০ তে ২০০।:)

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: :) :) থ্যাঙ্কু থ্যাঙ্কু আপা!

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৩

সানজিদা হোসেন বলেছেন: চমৎকার

৬| ১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

শিহাব শোভন বলেছেন: অনবদ্য (Y)

৭| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ভালো লাগা

৮| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: নিথর শ্রাবণ শিহাব ,



যে মেয়ে সারা জীবন সুঁইয়ের ভয়ে নাক ফুটালো না, তার নাক ফুলের এত শখ যে সেই মেয়েই হাত ছুঁয়ে একদিন বলেই ফেলল, "আমাকে নাকফুল কিনে দেবে?" তেমন মেয়ের চেহারার সবকটা রঙ তো গোণার চেষ্টা করতেই হয় ।

প্রচন্ড আবেগময় কবিতা ।

৯| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.