নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারপাশের মানুষ গুলো অনেক ভাল।

নিথর শ্রাবণ শিহাব

মাটির মানুষ ভিজলে কাদা হয় না কেন প্রশ্ন জাগে, মানুষ গড়া অন্যকিছুয় আমার শুধু এমন লাগে।

নিথর শ্রাবণ শিহাব › বিস্তারিত পোস্টঃ

চেনাজানা

২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৫

ঠিক যেন তোমার মতোই মনে হল।
ভীড়ের মাঝে হারিয়ে গেল। যেন ঘাঁই দিয়ে গেল পুকুরের নিস্তব্ধ জলে।
এলোমেলো হয়ে থাকা বুনো চুলের ঝোপের মাঝে একটা পাঞ্চক্লিপ,
অবাধ্য কিছু পাতাবাহারের বাড়ন্ত উশৃংখলতাকে বেঁধে রেখেছে।
বাউলের মতো লাল ওড়নাটা পেছন থেকে সামনের দিকে ঝোলানো।
ভুল দেখলাম? হারিয়ে গেল কোথায়?
ফ্ল্যাট স্যান্ডেল সাথে দু চার দিনের ময়লা পাজামায় কাঁদার ছিটে,
শুকিয়ে গেছে দুদিন আগেই। তার খবর হয়নি।
সেই বেখেয়ালি মেয়েটিই নাকি?
টিউশনির টাকা না পেয়ে না পেয়ে বিস্কুট খেয়ে দিন কাটানো
জড়াজির্ণ মফস্যলের মেয়েটি?
হলের উদ্বৃত্ত খাবার বাঁচিয়ে বাটিতে করে নিয়ে মাইলের পর মাইল হেঁটে
ছাত্র পড়াতে যাওয়া? ফেরার পথে কোনো বেঞ্চে বসে খাওয়া মেয়েটি না?
যার সাথে একদা আমার সখ্যতা করে প্রেম প্রেম ছিল?
কোনদিকে হেঁটে গেল?
সেই মেয়েটিই কি তুমি না?
যার প্রত্যহ রুমে ফিরে সবার অলক্ষ্যে ছিঁড়ে যেতে থাকা স্যাণ্ডেলে
আঁঠা লাগিয়ে নতুন জীবনিশক্তি দিত?
আমার সাথে প্রেম করতে গিয়ে নারী হতে চেয়েছিল যে?
দু চারটে হিসাবের কাপড় চোপড়েও যার বড় শখ করে
সেজে আসার জন্য কত দ্বন্দ, টানা পোড়েন।
রুমমেটের থেকে ধার করে নেয়া স্নো, পাউডার- কিংবা আঙ্গুলে করে
একটু লিস্পটিক ধার নেয়া। তোমার ঠোঁটে ঘষা লিপস্টিক কেউ মুখে না ঘষার ভয়।
কত আরম্বরের অনারম্বরে আমার সামনে তোমার প্রত্যহ টিউশনি যাবার পথে
সূর্যের মত লাজুক হাসি নিয়ে প্রকট হওয়া।
আমি মেয়েটির নাম ভুলে গেছি? তোমার নাম?
আচ্ছা তোমার গায়ে হাত দিয়ে ফেলার কথাটা কি আজও মনে রেখেছো?
আমি নিতান্তই পুরুষ ছিলাম।
তুমি শরীর ছিলে আমার কাছে। নারীর শরীর।
তোমার ধার করা লিপস্টিকের মানচিত্রে আমার দুর্বৃত্তের প্রকাশ-
আজও পীড়া দেয়।
আমি সন্ন্যাসী হইনি।
তোমার নারী হতে চাওয়ার আহুতির কাছে সবকিছু খুইয়ে
মানুষ হয়ে গেছি। অথচ তোমার কাঁচা ভালবাসা হারিয়ে গেছে
এই ভীড়ের মাঝে কোথাও।
মেয়েটা কোথায় হারিয়ে গেল? ভুল দেখিনি তো?
আচ্ছা সেদিন এলোচুলে কান্না চেপে শহুরে রাস্তার পথে যখন ছুটে গিয়েছিলে-
এবস্ট্রাক্ট একটা চিত্রকর্মের মতো সমস্ত দৃশ্যটা আমার মাঝে যেমন গেঁথে আছে
আজীবন। তোমারও কি তাই?
নাকি তুমি নারী হতে গিয়ে শিখে ফেলেছো
সবার নারী হতে নেই?সব মেয়ের “মেয়ে” হওয়া হয় না?
আমি তো দেখলাম তুমি সূর্য হয়ে গেছ, আগের চাইতেও দ্যুতিময়।
তেজস্বী কোনো রাজপথের ছুটন্ত স্লোগান, ভীড়ের মাঝে হারিয়ে যাওয়া
সেই বুনো চুলের মেয়েটি কি আমার পরিচিত তুমি?
নাকি অ'সভ্যতার দেয়ালের একটা “পোঁড়াকীর্তি?”

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:৫১

কবিতা পড়ার প্রহর বলেছেন: এত দারুন লেখা। প্রিয়তে নিলাম।

২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫০

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন সব সময়।

২| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:০৮

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য  সুন্দর  উপস্থাপন ।

২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫০

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন সব সময়।

৩| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৩১

অনিন্দ নিন্দা বলেছেন: দারুন লিখেছেন

২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫০

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন সব সময়।

৪| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৪৭

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৫

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন সব সময়। :)

৫| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৬| ২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩০

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: :) থ্যাঙ্কস ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.