![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়োজনটা জম্পেশ ছিল
মজাটাও বেশ ।
ছেলেদের অনেক গেটাপ ছিল,
স্টাইলের ছিল না কোন শেষ।
মেয়েগুলার তো সেই গেটাপ,
করেছিল পার্লারে মেকাপ।
শেষ মেশ মেখেছিল কেক, স্প্রে আর জল ,
ওরে বয়ফ্রেন্ড কে দেখাব কি? তোরা সবাই দুস্টু ছেলের দল।
স্যার রা তো খুব দিয়েছিল তাদের বাণী,
সবইতো পুরনো এ আবার নতুন কি?
তাতো সবাই জানি।
ফটোগ্রাফিতে ফয়সাল ভাই দিয়েছিল ফাঁকি,
আমি তো আবার তাকে প্রফেশনাল ডাকি।
এতো সুন্দর আয়োজনে যারা করেছিল এক্সেস,
তাদের জানাই থ্যাংক্স , এটা তোদের সাক্সেস।
ধন্যবাদ জানাই COMT টিম কে,
স্রষ্টা তুমি সফল কর তাদের ড্রিম কে।
ফারুক কে আজ মিস করেছি,
মিস করি তোর হার্ট।
তোকে ছাড়া আজ শেষ করলাম ,
ক্লাস এন্ডিং এর এই পার্ট।।
©somewhere in net ltd.