![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাপান থেকে ভারতবর্ষ
সুদূর বাংলাদেশ।
মাঝে মাঝে হন্নে হয়ে ঘুরি
ছুটে চলি নিরুদ্দেশ।।
মনের আকাশে কাল গুমোট মেঘের বাঁধ,
চক্ষু যুগল আসছে ভরে।
এক্ষুনি হবে বরিষন,
বারির ধারা পড়ছে ঝরে।।
আমি মুসাফির , নয়কো কোন বীর,
ঘুরে ফিরে আছি আমি বেশ।
দুঃখ করোনা , আসিব আবার ফিরে ,
এই নয়কো যাত্রা আমার শেষ।
বিদায়ে দিলাম এই মন্ত্র,
যা কিছু সুন্দর, শ্রেয় তাই রেখ মাথায়।
এগিয়ে যাও অনেক দূর,
লিখো নাম সফলদের স্বপ্ন গাঁথায়।।
©somewhere in net ltd.