![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় খুঁজিয়া হতাশায়
বুকে বেধেছি মাইন।
কি করে আজি আমি,
তোমাহীনা কি করে কাটাব আমার ভ্যালেন্টাইন ।
আছি তো আমি বেশ সুখে,
ছিলে যখন, ছিল হারানোর ভয়।
তাই আর নতুন করে যাই না খুঁজিতে ,
ভাল আছো নাকি মন্দ চাই না আর বুঝিতে।
ভাল যদি নাই বা বাস বে,
তবে কেন দেখিয়ে ছিলে হিমালয় ।
কেন মিছে স্বপ্নে রেখেছিলে ,
করবে বলেছিলে যুদ্ধজয় ।
স্বপ্নে তোমায় আমি দেখি রোজ ,
জানি আছো ভাল, চেয়েছিলে যেমন ।
আছি কি ? বেঁচে , নাকি হয়ে আছি উন্মাদ হারানোর শোকে,
যদি পারো নিও খোঁজ ।
©somewhere in net ltd.