![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-মা, তুমি রেঁধে রেখ কই মাছের ঝোল,
সাথে রেখ প্রিয় ভর্তা, কাতল মাছের কোল।
শুটকি মাছের ঝাল কইরো, মাছের মুড়োর দম,
আসছি আমি বাড়ি মাগো সময় যে খুব কম।
রাতটা ভারি পাঁজি,
কখন হবে ভোর।
সূর্য্যি মামা জাগলেই আমি,
কখন দেব দৌড়।
ব্যাগটা কাঁধে গুঁজে আমি কখন দেব ছুট,
কখন আমি পাব খুঁজে বাড়ি যাওয়ার রুট।
দূর পাহাড়ের প্রান্তে আমার অন্তিম ঠিকানা,
ঠিক, পৌছাব প্রভু যতই করো বাহানা।
ধৈর্য ধরে কাটাব আমি এই অসীম রাত,
হাত বাড়ালেই পারবে তুমি ধরতে আমার হাত।
যতই ফিরি বাড়ি মাগো মনে হয় যে নব্য,
বারে বারে আসে ফিরে বাড়ি ফেরার কাব্য।
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৩
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪১
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি, ভালো লাগা জানবেন কথামালায়
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: দোয়া করবেন
৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জাত কবির গন্ধ পাচ্ছি।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৩
নিত্যন চক্রবর্তী। বলেছেন: আপনাদের অনুপ্রেরনাই এগিয়ে যাওয়ার পাথেয়
৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬
ওমেরা বলেছেন: কবিতাটা অনেক অনেক ভাল লাগল । আম্মুর কথা খুব মনে করিয়ে দিলেন , আমিও যদি আমার আম্মুকে এমন করে বলতে পারতাম ।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: এটা আপনার জন্য। আম্মুকে পড়ে শুনান
৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪
ওমেরা বলেছেন: আমার আম্মু যেখানে আছে সেখানে ফোন করা যায় না চিঠিও পৌছে না ।
১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ওহ সরি।
৭| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: দারুন লিখেছেন। ভালো লাগলো।