![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখে নিও একদিন আমি হারাব,
ব্যস্ততার মিছিলে।
বুঝে নিও সেদিন,
তোমার আমিটা কি ছিলেম।
ভাবতুম তোমার অপলক চাহনী,
রাতের গভীর শূন্যতায়।
একদিন হয়তো তাও হারাবে,
কালের রুপকথায়।
দেখে নিও তুমি, দেখে নিও,
রহিবেনা এই প্রীতি, মুগ্ধতা,
হয়তো আমাকে ভিড়তে হবে,
জীবনের রোজকার বাস্তবতায়।
২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ।
২| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ।
৩| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২০
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
রূপম রিজওয়ান বলেছেন: ভালো লাগলো।