![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ওপর থেকে সকল অভিযোগ মুছে দাও !
আমাকে আমার সে যন্ত্র ফিরিয়ে দাও !
পূর্ণরায় আর একটি সুযোগ দাও !
এ সুযোগটি কর্মে স্থাপন করবো !
আর হবে না পর হিংসা,,
করবো তোমায় নিয়ে সব
গড়বো তোমার নামে এ বিশ্ব ভুবন
হে আমার প্রিয় রব !!
থাকবো দূরে করবো ঘৃর্ণা আছে যত পাপ,
করো ঈশ্বর নিজ গুনে তুমি আমায় মাপ !
থাকবে না কোন বাধা ব্যবধান
মুছে দেব মন থেকে আছে যত মান অভিমান।
গাইব তোমারি গুন গাণ
তুমি ছাড়া কে বা আছে এত মেহেরবান !
হোক যত ঝড়
থাকুক যত ক্রোধের মেঘ
তবুও বিধাতা তুমি আমায়
করোনা তোমায় থেকে পর ।
তুমি আমার আল্লা তুমি আমার ঈশ্বর
কারো বা হয়ে আছো গড আর ভগবান
কেউ নয় তোমার অন্ত আড়ালে
তুমি দেখ সব জনাকে সমান !
তুমি কর সুখী
করে ভুল সবাই ভাবে করেছ দুঃখী !
আমিত নই নিজেই নিজেরি
আমার এ জীবন থাকবে হে জগৎ ঈশ্বর শুধু তোমারি !
ভেঙ্গে দেব সকল বেদাবেদের বেড়াজাল
জগৎ সংসার হল এক সুখের মহাকাল !
ছবি ইন্টারনেট সংযোগ ।।
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫০
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১১
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা ।