![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
### সাদা শাপলা বা তারা শাপলা বা কুমুদ হচ্ছে শাপলা পরিবারের নিম্ফি গণের একটি জলজ উদ্ভিদ। এটি বাংলাদেশ এবং শ্রীলংকার জাতীয় ফুল।এরা এশিয়ার প্রজাতি। গাছ উজ্জ্বল সবুজ। ফুল ছোট ৭-১০ সেমি চওড়া, পাপড়ি অনেকগুলি, পাপড়ি সরু ও চোখা। এদের গায়ের রং হালকা নীল এবং সুগন্ধি হয়ে থাকে ।
বাংলাদেশের জাতীয় পাখী দোয়েল
দোয়েল হচ্ছে প্যাসেরিফরম বর্গের অন্তর্গত একটি পাখি। এর বৈজ্ঞানিক নাম Copsychus saularis। ইংরেজিতে এটি Oriental magpie-robin নামেও পরিচিত। এই পাখির বাংলা নামটির সঙ্গে ফরাসী এবং ওলন্দাজ নামের মিল আছে। ফরাসী ভাষায় একে বলা হয় Shama dayal এবং ওলন্দাজ ভাষায় একে বলা হয় Dayallijster। এটি বাংলাদেশের জাতীয় পাখি। বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বত্রই দোয়েল দেখা যায়।
কাঁঠাল বাংলাদেশী জাতীয় ফল
কাঁঠাল হচ্ছে এক প্রকারের হলদে রঙের বাংলাদেশী সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল। এটি বাংলাদেশের জাতীয় ফল হিসবে সরকারীভাবে নির্ধারিত। বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদৃষ্ট হয়। এর বৈজ্ঞানিক নাম Artocarpus heterophyllus । কাঁচা কাঁঠালকে বলা হয় এঁচোড়। কাঁঠাল গাছের কাঠ আসবাবপত্র তৈরীর জন্য অত্যন্ত সমাদৃত।
রয়েলবেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু
রয়েলবেঙ্গল টাইগার বাঘের একটি বিশেষ উপপ্রজাতি। বেঙ্গল টাইগার সাধারণত দেখা যায় ভারত এবং বাংলাদেশে। তাছাড়াও নেপাল, ভুটান, মায়ানমার ও দক্ষিণ তিব্বতের কোন কোন অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। বাঘের উপপ্রজাতিগুলির মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক। ভারত সরকারের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের হিসেব অনুসারে ভারতে বেঙ্গল টাইগারের বর্তমান সংখ্যা প্রায় ১,৪১১।বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।প্রথাগতভাবে মনে করা হয় সাইবেরীয় বাঘের পর বেঙ্গল টাইগার দ্বিতীয় বৃহত্তম উপপ্রজাতি।বেঙ্গল টাইগার উপপ্রজাতি বাংলাদেশের জাতীয় পশু।
ইলিশ এটি আমাদের জাতীয় মাছ
ইলিশ হল লবনাক্ত পানির মাছ। সাধারণত বড় নদী এবং মোহনায় সংযুক্ত খাল বর্ষাকালে পাওয়া যায়। এ সময় ইলিশ মাছ ডিম পাড়তে সমূদ্র থেকে বড় নদী এবং মোহনায় সংযুক্ত খালে আসে। ইলিশ মাছ চাষ করা যায় না। জেলেরা মাছ ধরার নৌকা নিয়ে নদীতে যায় এবং জাল ফেলে মাছ ধরে। এই মাছ উপকূলবর্তী ঘাটে আনা হয়। সেখান থেকে বরফ দিয়ে দেশের দূরবর্তী স্থানসমূহে প্রেরণ করা হয়।চাঁদপুর জেলা এর তিন নদীর মিলনস্থলে ইলিশ মাছ বেশি পাওয়া যায়।আর চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত।বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আর ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ।
ডিম ফুটে গেলে এবং বাচ্চা বড় হলে ইলিশ মাছ সাগরে ফিরে যায়। সাগরে ফিরে যাবার পথে জেলেরা এই মাছ ধরে। এই মাছের অনেক ছোট ছোট কাটাও রয়েছে তাই খুব সাবধানে খেতে হয়।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ মনে থাকবে ভাইয়া ।
২| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ
৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আরো অনেকগুলো জাতীয় আছে, সেগুলোও দিতে পারতেন.......শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ বাংলাদেশের জাতীয় ফল , পাখী , জীব ও মাছ নিয়ে পোস্ট
দেয়ার জন্য । এটা আরো সমৃদ্ধ হতো যদি সাথে হাল নাগাদ
কিছু তথ্য থাকত যেমন এখন দেশে কি পরিমান কাঠাল ফলে ,
কি পরিমান রয়েল বেঙ্গল টাইগার আছে , ইলিশ মাছ ধরার
পরিমান কত লক্ষ টন , জাটকা নিধন কি আদৌও বন্ধ হয়েছে
কিনা ইত্যাদি ।
যাহোক শুভেচ্ছা রইল ।