নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

তোমরা আমাদের ক্ষমা করে দিয়ো বোন !!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৫


হ্যা এরা তারা যারা বাংলাদেশের মেয়ে হয়ে ভারতকে হারিয়ে দুর্দান্তের পথের যাত্র শুরু করেছিলে । এরা আমাদেরি কারো বোন
কারো সন্তান । এরাই হারতে হারতে হারার মাঝে জিতার স্বপ্নপূরণ করে সারা বিশ্বের কাছে আমাদের মাথা উঁচ্চু করে সাথে এনেছেন বিজয় ।
অথচ আমরা কি দূরভাগা যারা আমাদের এনে দিলেন জয় ও মান,আমরা করতে পারলাম না তাদের সঠিক সম্মান ।মাত্র কয়েক হাজার
টাকার হিসেব,কোটি দূরের কথা লক্ষ টাকার হিসাবও নয় মাত্র কয়েক হাজার টাকার হিসাব । যে কারনে তাদের লোকাল বাসে চরতে হয়েছিল । কথাগুলো অনেকের কাছে অপ্রিয় হলেও মাননীয় প্রধান মন্ত্রীর সমীপে আমার বড় জানতে ইচ্ছে হচ্ছে সে সকল লোকগুলোর
বিষয়ে যে লোকগুলো ওই সকল নারী ফুটবলারদের দায়ত্ব নিয়েছিলেন,হ্যা এটাই জানতে ইচ্ছে হচ্ছে তাদের ঘরে কি তাদের মেয়ে বা ছোট বোন নাই ? আজ যদি ওই সকল মেয়েদের স্থানে তাদের মেয়ে বা ছোট বোন থাকতো তাহলে কি তারা তদের সাথে এভাবে দায়ত্ব
অবহেলীত আচরণ করতে পারতেন ?

দুঃখজনক হলেও বলতে হচ্ছে বা জানতে ইচ্ছে হচ্ছে দেশকে যারা গৌরবের আসনে বসালেন দেশে বিদেশে গৌরবে মুখরিত করলেন আপনি তাদেরকে নিয়ে কি ভবছেন ? মাননীয় প্রধান মন্ত্রী আর যাই হোক একটি কথা আমাাদের ভুলে গেলে চলবে না এরাই কিন্তু আমাদেরদেশের গৌরব ।

হ্যা মাননীয় প্রধান মন্ত্রী আমরা এর আগেও দেখেছি দেশের জাতীয় ফুটবল দলগুল একরাশ পরাজয়ের গ্লানি নিয়েও খুব আরাম আয়েশে ঘরে ফিরেছেন ।সেখানে তারা এই বিজয় ছিঁনিয়ে আনা মেয়ে ফুটিলারদের কি করে লোকাল বাসে তুলেদিলেন ? তাই প্রধান মন্ত্রীর সমীপে আবেদন থাকল সে লোকগুলোর বিরুদ্ধে এমন কোন ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে অদূর ভবিষৎ আমাদের আর এ ধরনের কর্মকান্ডের সামনা সামনী না হতে হয় ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল আপনার কথা গুলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

নাইম রাজ বলেছেন: দুঃখ জনক সমবেদনা থাকলো মেয়েগুলোর জন্য।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বোধহীন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

নাইম রাজ বলেছেন: দুঃখ জনক ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

আহলান বলেছেন: আমরা এমনই ... ফেনবুকীয় দেশপ্রেমে হাবুডুবু খাই, আবার নিজের কর্মক্ষেত্রে দূর্ণীতি ছাড়া কিছু বুঝি না

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

নাইম রাজ বলেছেন: আমাদের দেশের কালচার হয়ে দাঁড়িয়েছে ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

আহলান বলেছেন: ফেসবুকীয়**

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

নাইম রাজ বলেছেন: হুম !

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

ঢাকাবাসী বলেছেন: অপদার্থ অযোগ্য অকর্মন্য নীতিহীন আদর্শহীন ফুটবল ফেডারেশনের কর্তারা এখনো চেয়ারে আছেন?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

নাইম রাজ বলেছেন: এক কথায় জ্ঞানহীণ ।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: ঢাকাবাসীর সাথে সুর মিলিয়ে বলছি অপদার্থ অযোগ্য অকর্মন্য নীতিহীন আদর্শহীন ফুটবল ফেডারেশনের কর্তারা এখনো চেয়ারে আছেন ?????

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৬

নাইম রাজ বলেছেন: এক কথায় সবগুলো জ্ঞানহীণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.