![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘনা নামে বিখ্যাত সেই দুটি কবিতার একটি হলোঃ
প্রিয় কবি আহসান হাবিবের বিখ্যাত সেই কবিতা,
আমি মেঘনা পারের ছেলে,
আমি মেঘনা পারের ছেলে
আমি মেঘনা নদীর নেয়ে।
মেঘনা নদীর ঢেউয়ের বুকে
তালের নৌকা বেয়ে
আমি বেড়াই হেসে খেলে।
আমি মেঘনা পারের ছেলে
মেঘনা নদীর নেয়ে আমি, মেঘনা পাড়ে বাড়ি।
ইচ্ছে হলেই এপার থেকে ওপারে দেই পাড়ি।
তালে তালে তালের নৌকা দু'হাতে যাই বেয়ে
আমি মেঘনা নদীর নেয়ে।
আরেকটি লেখক হুমায়ুন কবিরের মেঘনার ঢল এটিও বিখ্যাত একটি কবিতা।
শোন মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করে মাঠে চল,
এল মেঘনার জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।
নদীর কিনার ঘন ঘাসে ভরা
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা
করিস না দেরি আসিয়া পড়িবে সহসা অথই জল,
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল।
এখনো যে মেয়ে আসে নাই ফিরে- দুপুর যে বয়ে যায়।
ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়।
নদীর কিনারা জলে একাকার,
যেদিকে তাকাই অথই পাথার
দেখতো গোহালে গরুগুলো রেখে গিয়েছে কি ও পাড়ায়?
এখনো ফিরিয়া আসে নাই সে কি? দুপুর যে বয়ে যায়।
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ আপুমনী ।সময় করে আরো কিছু কবিতা দেওয়ার ইচ্ছা আছে ।
২| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫
নতুন বিচারক বলেছেন: ভালো কাজ করেছেন মনে করিয়ে দিয়েছেন । ধন্যবাদ।
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ।
৩| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১
ফারিয়া এজাজ বলেছেন: দারুণ লাগলো
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৪| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
সোহানখুলনা বলেছেন: সেই লাগলো
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩২
ধ্রুবক আলো বলেছেন: প্রিয় কবি আহসান হাবিবের বিখ্যাত সেই কবিতা,
আমি মেঘনা পারের ছেলে
অনেক দিন পর পড়লাম খুব ভালো লাগলো । ধন্যবাদ
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১২
রিফাত হোসেন বলেছেন: মেঘনার পাড়ে দৌড়াতে ভাল লাগত।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩০
নাইম রাজ বলেছেন: আমারো ইচ্ছে সময় পেলে একদিন মেঘনার পারে দৌড় দিবো।ধন্যবাদ রিফাত ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
কানিজ রিনা বলেছেন: দুইটি কবিতাই মুখস্ত ছিল,
খুব ভাল লাগল ছোট কালে
পড়ার টেবিলে জোড়ে মুখস্ত
করতাম। আমি প্রাই ভাবি
পুরনা কবিতা গুল নতুন
করে এখানে দিলে কেমন
হয়। আশা করি আপনি
সে আশা পুরন করবেন
অনেক অনেক শুভেচ্ছা সেই
সাথে আরও কবিতা।