![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান জঙ্গি আস্তানার সন্ধান এবং জঙ্গি হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় আরো একটি বিশেষায়িত বাহিনী গঠনের সিদ্ধান্ত চুড়ান্ত করেছেন সরকার। এরই মধ্যে ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি নামের এই কমান্ডো বাহিনী গঠনের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী মে মাস থেকেই এই কমান্ডো ইউনিট আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সোয়াট এবং র্যাবের সঙ্গে, জঙ্গি ও সন্ত্রাস দমনে একযোগে কাজ শুরু করবেন। সরকারের নীতিনির্ধারক মনে করছেন জঙ্গি দমনে সেনা অভিযান এড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত বাহিনী শক্তি এবং সক্ষমতা বাড়িয়ে সাফল্য অর্জন করা সম্ভব। আর সেদিকে লক্ষ রেখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ববধানে শুরু হয়েছে ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি নামের কমান্ডো ইউনিট গঠন প্রক্রিয়া। এই ইউনিট যুক্ত হলে বিশ্বের জঙ্গী এবং সন্ত্রাস দমনে শক্তিধর দেশগুলোর পর্যায়ে পৌঁছাতে পারবে বলে সংশ্লিষ্টদের দাবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র জানিয়েছেন বিশেষায়িত বাহিনী ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি সাজানো হচ্ছে সাবমেশিন বন্দুক, রাইফেল, শটগান, স্নাইপার রাইফেল, দাঙ্গা নিয়ন্ত্রণ, স্টান গ্রেনেড, বিশেষ আগ্নেয়াস্ত্র দিয়ে।এই কমান্ডো সদস্যদের থাকবে ভারী শরীর বর্ম, ব্যালিস্টিক ঢাল, এন্ট্রি টুলস, সাঁজোয়া যান, নাইট ভিশন ডিভাইস, মোশন ডিটেক্টর। জিম্মি বা জিম্মি শিকারীর জিম্মি ব্যক্তিকে উদ্ধার ও জঙ্গী হামলাকে মোকাবেলা এবং ছিনতাই হওয়া বিমান উদ্ধার, লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য সহ বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারবেন তারা। অত্যাধুনিক উন্নত প্রযুক্তির কলাকৌশল রপ্তকরা বিশেষায়িত বাহিনীগুলোর সদস্যদের জঙ্গী আস্তানার জঙ্গীদের চিহ্নিত করে তাদের কাছে থাকা উন্নত অস্ত্র এবং শক্তিশালী বিস্ফোরক বিধ্বংসে ও আত্মঘাতী জঙ্গী দমনে পারদশী করে গড়ে তোলছেন।
০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৪
নাইম রাজ বলেছেন: সাফল্য হবে কিনা জানি না
২| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সি আর টির সাফল্য কামনা করছি।
০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৪
নাইম রাজ বলেছেন: সাফল্য হবে কিনা জানি না
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০১
লেখা পাগলা বলেছেন: সাফল্য কামনা
০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৩
নাইম রাজ বলেছেন: সাফল্য হবে কিনা জানি না ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আসুক,দেখা যাক কি হয়।শুভেচ্ছা রইলো