নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

মনে হচ্ছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বোমা নিক্ষেপ করে অস্ত্র পরীক্ষা করলেন

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৮


আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের আইএস গোপন ঘাটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বোমা নিক্ষেপে করেন,আর এ ঘটনায় কমপক্ষে ৩৬ জন আইএস জঙ্গি নিহত হয়েছেন। তবে এই হামলায় বেসামরিক নাগরিকদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়। আজ শুক্রবার ১৪ই এপ্রিল দুপুর নাগাত আফগান কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। জিবিইউ ফরটিথ্রি নামের এই বোমাটি যুক্তরাষ্ট্র এই প্রথমবার ব্যবহার করলো। বোমাটিতে প্রায় দশ হাজার কেজি বিস্ফোরক ছিলো আর এটি ৩০ ফুটের বেশি লম্বা ছিলো।

গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস নির্দেশিত জিবিইউ ৪৩ বোমাটি একটি এমসি ১৩০ কার্গো এয়ারক্রাফট থেকে নিক্ষেপ করা হয়। ফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানান যুক্তরাষ্ট্রের বোমা হামলায় আইএস জঙ্গিদের প্রধান গোপন আস্তানা এবং গভীর টানেল কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে। বোমার আঘাতে ৩৬ জন আইএস জঙ্গি নিহত হয়েছেন। অন্যদিকে আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানানো হয়েছে যে, বেসামরিক লোকদেরকে এ ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য তারা পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পেন্টাগন জানিয়েছেন পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে আইএসের একটি গোপন ঘাটি ছিল এই হামলার লক্ষ্য। হামলা চালানোর পর মার্কিন সামরিক বাহিনীকে নিয়ে গর্ব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় কয়েকদিন আগে এক মার্কিন বিমান হামলায় ১৮ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা স্বীকার করে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা চালান যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে গত সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের একজন সদস্য নিহত হওয়ার জবাবেই এই বোমা হামলা চালানো হল। অন্যদিকে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।

সূত্র: ডেস্ক রিপোট

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: পরীক্ষাো বটেই।। আমরা গিনিপিগ যে।। দেখবেন সেই ধ্বংশস্তুপ থেে না আবার ভুত বের হয়।। যেমনটা হয়েছিলো সিরিান বিমানঘাটিতে হামলার পর পরই।। ৫৯টা মিসাইলের পরও ২৪ ঘন্টার মাঝে বিমান উড়েছে B:-)

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৩

নাইম রাজ বলেছেন: এখনো ফাইনাল কিছু বোঝা যাচ্ছে না,আসলে বিশ্বের অবস্থা কোনদিকে।

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান জেনারেলদের মানবিক গুণ(মরালিটি ) হালাকু খানের সৈন্যদের থেকেও নীচুতে নেমেছে।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৭

নাইম রাজ বলেছেন: এই আমেরিকান সহ গোটা কটি বোমাবাজ দেশের কাছে সারা বিশ্ব এখন একহিসেবে জিম্মি।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৯

রিফাত হোসেন বলেছেন: এটা নিশ্চয়ই প্রথম পরীক্ষা নয়! আগেও ছিল আর সামনেও আসবে!

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৩

নাইম রাজ বলেছেন: তবে তারা বলে এটা প্রথম পরীক্ষা । আর সামনে আরো হবে।তবে পরীক্ষার চেয়ে যুদ্ধ লাগার সম্ভবনাই বেশি।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: এটাই স্বাভাবিক, কিচ্ছু কি করার আছে আমাদের!

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৭

নাইম রাজ বলেছেন: কি আর করবো ? মরার আগে যার যা খেতে মনে চায় পেট ভরে খেয়ে নিব।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: পশ্চিমারা মিডল ইস্টে অস্র আর আফ্রিকায় ওষুধের পরীক্ষা চালায় এটা ওপেন সিক্রেট।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৯

নাইম রাজ বলেছেন: এটাই আসল কথা।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৩

blogermassud বলেছেন: কি যে হবে একবার যুদ্ধ লাগলে ।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৪০

নাইম রাজ বলেছেন: মরন ছাড়া বাঁচার সম্ভবনা খুবই কম।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪০

মামুন ইসলাম বলেছেন: বিশ্বে শান্তি ফিরে আসুক।

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮

নাইম রাজ বলেছেন: বিশ্বে শান্তি ফিরে আসুক। একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.