![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজুড়ে সংবাদ মাধ্যম এবং গনমাধ্যম অ্যাডিটরেরা বা রাইটারম্যানেদের নজর যখন উত্তর কোরিয়ার দিকে ঠিক সে সময়টিতে সময় যুক্তরাষ্ট্রকে উসকানিমূলক কোন পদক্ষেপ না নিতে সতর্ক করেদেন দেশটির নেতা কিম জং উন। সে হুমকিও দিয়েছে প্রয়োজনে পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত রয়েছে পিয়ংইয়ং। গতকাল দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের ১০৫তম জন্মবার্ষিকী সূর্যের দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন কিম জং উন। অন্যদিকে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় এমন এক অবস্থা তাতে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে বলে আশঙ্কা করছেন চীন।
যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে তার সামরিক হিস্টিরিয়ার সমাপ্তি টানতে বলেছেন উত্তর কোরিয়া নাহলে প্রত্যাঘাতের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন। রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক প্যারেড অনুষ্ঠানের সময় উনকে অনেক উত্ফুল্ল দেখা যায়। এই দিনটি উপলক্ষে উত্তর কোরিয়া নতুন কোনো অস্ত্রের পরীক্ষা চালাতে পারে এমন সম্ভাবনায় উত্তেজনা বিরাজ করছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির নতুন অস্ত্রের পরীক্ষার জবাব যুক্তরাষ্ট্র সামরিকভাবে দেবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উত্তর কোরিয়াকে নিয়ে ধৈর্যচ্যুতি ঘটেছে বলেও সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে কোরীয় উপদ্বীপের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর।
অন্যদিকে কোরিয়ার যে উপদ্বীপে পরমাণু পরীক্ষা চালানোর কথা বলা হচ্ছে সেখানে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। এমন প্রেক্ষাপটে গত শুক্রবার চীনের পক্ষ থেকে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর যুদ্ধ লেগে গেলে কোনো পক্ষই তাতে জয়ী হবে না বলেও উল্লেখ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। মূলত উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান থেকেই যুদ্ধের ইঙ্গিত পাচ্ছে চীন।
সূত্র: বিবিসি, সিএনএন, আলজাজিরা ।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬
নাইম রাজ বলেছেন: চাঁদগাজী ভাই আপনার কথার সাথে একমত না হয়ে উপায় নাই।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৮
মামুন ইসলাম বলেছেন: শেষ রক্ষাটা হলে হল।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫
নাইম রাজ বলেছেন: হবে না মনে হয়।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১০
ডট কম ০০৯ বলেছেন: সব ফাকা বুলি। এরাম হুমকি ধামকি বৈশ্বয়িক রাজনীতিতে প্রায়শই হয়। এইগুলা কোণ ব্যাপার না। পরমানু যুদ্ধ কোণ সোজা কথা না।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
নাইম রাজ বলেছেন: তবে বলাও যায়না এদের কোন বুক পিঠ নাই।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিম জং উন একজন উন্মাদ রাষ্ট্রপ্রধান। ইতিহাসে এমন অনেক উন্মাদের কথা আমরা জানি, যাদের কারণে বিশ্বের গতিপথ বদলে গেছে।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩
নাইম রাজ বলেছেন: এদেরকে প্রয়োজনে বাংলাদেশে এনে পাবনা হাসপাতালে ভর্তি করা হোক।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: ইতিহাস স্বাক্ষী, কোন যুদ্ধই কোন কল্যান আনেনা মৃত্যু ছাড়া! তাই আমরা কোন যুদ্ধই চাইনা।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১
নাইম রাজ বলেছেন: ইতিহাস স্বাক্ষী, কোন যুদ্ধই কোন কল্যান আনেনা মৃত্যু ছাড়া! তাই আমরা কোন যুদ্ধই চাইনা।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩২
ধ্রুবক আলো বলেছেন: চাঁদগাজী ভাইয়ের কথার সাথে একমত। দুই কোরিয়া এক করা দরকার।
আমেরিকা হইলো উশৃঙ্খল জাতি আর কোরিয়া এখন একটা মাথা মোটা জাতি।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০
নাইম রাজ বলেছেন: চাঁদগাজী ভাইয়ের কথার সাথে একমত না হয়ে উপায় নাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
" আর যুদ্ধ লেগে গেলে কোনো পক্ষই তাতে জয়ী হবে না বলেও উল্লেখ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। "
-যুদ্ধ লেগে গেলে ক্ষতিগ্রস্ত হবে দ: কোরিয়া ও জাপান; আমেরিকার ক্ষতির সম্ভাবনা কম। তবে, উত্তর কোরিয়ার কিম পরিবারকে সরায়ে, ২ কোরিয়াকে এক করার দরকার, না হয় অকারণে মানুষের শেষ শ্রমকে বিনস্ট করে কিম জং'এর পাগলামী চলতে থাকবে।