নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

আরো একবার এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১


আরো একবার নতুন করে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে । আর যার হাত দিয়ে এ চ্যালেঞ্জিং কাজটি এবার সম্পন্ন হতে যাচ্ছে তিনি হলেন মৃদুলা। পুরো নাম মৃদুলা আমাতুন নূর। গত শনিবার হিমালয়ের বহুকাতি বেজক্যাম্পে পৌঁছান তিনি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমি থেকে ৫ হাজার ৩৬৪ মিটার, অর্থাৎ ১৭ হাজার ৫৯৮ ফুট ওপরে অবস্থান করছে মৃদুলা। তার আগে গত শুক্রবার ৫ হাজার ১৮০ মিটার উঁচু বরফে ঢাকা গোরাকশিপে পৌঁছান মৃদুলা। গত শনিবার থেকেই ভীষণ ঠাণ্ডা এবং তীব্র বাতাসের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফেনীর এই মেয়ে মৃদুলা আমাতুন নূর। জানা যায় নেপাল এবং ভারতে বেশ কিছু পর্বতারোহী বন্ধুর কাছে পর্বতারোহণের অনুপ্রেরণা পেয়েছিলেন মৃদুলা। গত বছর অক্টোবরে হিমালয়ের শীতিধার চূড়ায় আরোহণের পর থেকেই মৃদুলার স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করা। সেবার একেবারে দুই হাজার ফুট ওপরে উঠেছিলেন মৃদুলা। সেই থেকেই পাহাড় জয়ের নেশা পেয়ে বসে মৃদুলাকে। এখন তিনি তার স্বপ্নের কাছাকাছি। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথমার্ধে মাউন্ট এভারেস্ট জয়ের ব্যাজটাও পরতে সক্ষম হবেন মৃদুলা।
সূত্রঃ অনলাইন ডেস্ক

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

মানবী বলেছেন: মৃদুলা আমাতুন নূর জন্য শুভকামনা রইলো।

সফল আর নিরাপদ হোক অভিযান।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.